মিয়ানমারের সেনাপ্রধানকে ‘ব্যান’ করল ফেসবুক
মিয়ানমারের সেনাপ্রধানকে ‘ব্যান’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতিমধ্যে সিনিয়র জেনারেল মিন অং লাইংসহ দেশটির সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত ফেসবুক পেজগুলোও মুছে ফেলা হয়েছে।
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের অভিযোগে দেশটির সেনাপ্রধানকে বিচারের মুখোমুখি করতে জাতিসংঘের তদন্তকারীরা আহ্বান জানানোর পর ফেসবুকের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হলো।
ফেসবুকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বার্মার ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ফেসবুকে নিষিদ্ধ করেছি আমরা। এদের মধ্যে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল মিন অং লাইং রয়েছেন। এতে আরও বলা হয়েছে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যেন তারা ভবিষ্যতে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা তৈরি করতে না পারেন সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
Comments