কলকাতায় মুক্তি পেল মাহিয়া মাহির ৩য় ছবি

কলকাতায় মুক্তি পেয়েছে বাংলাদেশের নায়িকা মাহিয়া মাহি অভিনীত ছবি ‘তুই শুধু আমার’। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই নায়ক সোহম ও ওম।
Mahia Mahi
মাহিয়া মাহি ও কলকাতার অভিনেতা সোহম। ছবি: সংগৃহীত

কলকাতায় মুক্তি পেয়েছে বাংলাদেশের নায়িকা মাহিয়া মাহি অভিনীত ছবি ‘তুই শুধু আমার’। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই নায়ক সোহম ও ওম।

‘তুই শুধু আমার’ নির্মিত হয়েছে যৌথ প্রযোজনায়। এর আগে মাহি যৌথ প্রযোজিত ‘অগ্নি ২’ এবং ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ শিরোনামের সিনেমা দুটিতে অভিনয় করেছিলেন।

ত্রিভূজ প্রেমের গল্পের নিয়ে তৈরি ‘তুই শুধু আমার’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। এতে মাহিকে দেখা যাবে উচ্চাকাঙ্খী এক মডেলের চরিত্রে। তার সেসব আকাঙ্খা পূরণ করতে গিয়েই ঘটবে বিভিন্ন ঘটনা।

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “যখন সিনেমায় আসিনি তখন থেকেই সোহমের অভিনয় দেখে আসছি। তার সঙ্গে অভিনয় করেছি। এটা আমার জন্য অনেক ভালোলাগার। প্রিয় তারকার সঙ্গে কাজ করার আনন্দই অন্যরকম।”

উল্লেখ্য, ছবিটি গত ৩১ আগস্ট মুক্তি পায়।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

46m ago