বিয়ে বহির্ভূত সম্পর্ক অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

সমকামিতার পর এবার বিয়ে বহির্ভূত সম্পর্ককে বৈধতা দিলো ভারতের শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্ট বলেছেন, নিঃসন্দেহে বিবাহ বিচ্ছেদের জন্য পরকীয়াকে কারণ হিসেবে দেখানো যেতে পারে।
ভারতের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে বিবাহবহির্ভূত সম্পর্কের ওপর থেকে আইনি বাধা তুলে নিয়েছে। ছবি: রয়টার্স

সমকামিতার পর এবার বিয়ে বহির্ভূত সম্পর্ককে বৈধতা দিলো ভারতের শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্ট বলেছেন, নিঃসন্দেহে বিবাহ বিচ্ছেদের জন্য পরকীয়াকে কারণ হিসেবে দেখানো যেতে পারে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর আদালত এক ঐতিহাসিক রায়ে ঔপনিবেশিক আমলের ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে সমকামিতার বৈধতা দেয়। আজ দণ্ডবিধির ৪৯৭ ধারাকে বাতিল করে বিবাহ বহির্ভূত সম্পর্কের ওপর থেকে আইনি বাধা তুলে নেওয়া হলো।

এনডিটিভির খবরে জানানো হয়, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে বিয়ে বহির্ভূত সম্পর্ক নিয়ে ১৫৮ বছরের পুরনো একটি বিধান বাতিল হয়ে গেছে। ভিক্টোরিয়ান আমলের আইনটিতে এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে নারীদের ‘সম্পত্তি’ হিসেবে বিবেচনা করে শুধুমাত্র পুরুষকে সাজা দেওয়ার ব্যবস্থা ছিল।

রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘কোনো বিবাহিত নারীর সঙ্গে যৌন সম্পর্ক থাকা অপরাধ নয়।’ সেই সঙ্গে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আইনটিকে ‘পশ্চাৎপদ’ আখ্যা দিয়ে বলেন, এই আইন বহাল থাকার অর্থ হলো ‘অসুখী মানুষকে’ দণ্ড দেওয়ার বৈধতা দেওয়া।

দণ্ডবিধিতে বিবাহিত নারীদের ক্ষেত্রে স্বামীর সম্মতি ছাড়া অন্য কোনো পুরুষ যৌন সম্পর্ক রাখলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড ও উভয়-দণ্ডের বিধান ছিল।

ঔপনিবেশিক এই আইন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, কোনো স্বামী তার স্ত্রীর প্রভু বা মালিক হিসেবে বিবেচিত হতে পারেন না। ভারতের সংবিধানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে, নারীকে ব্যক্তিগতভাবে অসম্মানিত করে বা বৈষম্য সৃষ্টি করে এমন যেকোনো আইন এই সংবিধানের পরিপন্থী হবে। পৃথিবীর অন্যান্য দেশও এ ধরনের আইনগুলো অনেক আগেই বিলোপ করে দিয়েছে বলে যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

1h ago