মেসিকে ছাড়া দল হিসেবে খেলে আর্জেন্টিনা
রাশিয়া বিশ্বকাপে হতাশ করেছে আর্জেন্টিনা। পুরো দল মেসি নির্ভর থাকায় দ্বিতীয় রাউন্ডের বেশি টিকতে পারেনি তারা। বিশ্বকাপ শেষে সে দলটির সাময়িক দায়িত্ব পড়েছে লিওনেল স্কালোনির উপর। দল থেকে মেসি নির্ভরতা কাটাতে চাইছেন তিনি। শেষ প্রীতি ম্যাচে মেসিকে ছাড়া ইরাকের বিপক্ষে দারুণ ফলাফলও পেয়েছেন তিনি। দল হিসেবে খেলে ৪-০ গোলের দারুণ জয় পেয়েছে আলবিসেলেস্তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভাবনা তুলে ধরলেন আর্জেন্টিনার অন্তর্বর্তী কালীন কোচ, ‘আমি আশা করব মেসি পরবর্তীতে আর্জেন্টিনার হয়ে খেলবে। তবে সে যখন না থাকবে দল হিসেবে আমাদের খেলতে হবে। এটাই আমাদের পরিকল্পনা। যদি আমরা তা করতে পারি তাহলে আমাদের হারানো কঠিন হবে। আর আমরা এটাই করতে পেরেছি।’
বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। বার্সেলোনার হয়ে কতো কিই না করেছেন। তবে সে তুলনায় অনুজ্জ্বল জাতীয় দলে। মেসির মতো সের্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েইনও দুর্দান্ত খেলে থাকেন নিজ নিজ ক্লাবে। কিন্তু জাতীয় দলে তাদের পারফরম্যান্স বোলার মতো নয়। এ তিন তারকাকে ছাড়াই গতকাল ইরাকের মোকাবেলা করেছেন আর্জেন্টিনা।
তবে শক্তির বিচারে অনেক পিছিয়ে ইরাক। এশিয়ান এ দলটি বিশ্বকাপে খেলেছে মাত্র একবার। ১৯৮৬ সালে। তাই এমন দলকে হারানোয় খুব একটা বাহাদুরির কিছু দেখছেন না ফুটবল বোদ্ধারা। ব্যবধান আরও বড় আশা করেছিলেন সবাই। তবে ভ্রমণ ও পর্যাপ্ত অনুশীলন করতে না পারায় তা সম্ভব হয়নি বলে জানান স্কালোনি, ‘সব মিলিয়ে ম্যাচটি আমাদের জন্য বেশ কঠিন ছিল। আমি দলকে খুব ক্লান্ত দেখেছি। অনেক বেশি ভ্রমণ করতে হয়েছে। আর মাত্র একটি সেশন অনুশীলন করতে পেরেছি।’
ইরাকের বিপক্ষে তারুণ্য নির্ভর আর্জেন্টাইন দলটি বেশ গোছানো ফুটবল খেলেছে। দারুণ খেলেছেন তরুণ ফুটবলাররা। চারটি গোল দিয়েছেন ভিন্ন ভিন্ন চার জন খেলোয়াড়। নিজের অভিষেকেই লাউতারো মার্টিনেজ প্রথম গোল দিয়ে এগিয়ে দেন দলকে। এছাড়াও রবার্তো পেরেইরা, জের্মান পাজেয়া ও ফ্রাঙ্কো কের্ভিও গোল দিয়েছে। গোল না পেলেও দারুণ খেলেছেন পাওলো দিবালা। আর এ সকল তরুণেই আর্জেন্টিনার ভবিষ্যৎ দেখছেন স্কালোনি।
Comments