টি-টেন লিগে দল পাননি তামিম-মাহমুদউল্লাহ-আফিফ

আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফট বাংলাদেশের জন্য ছিল অম্ল-মধুর।
ছবি: সম্পাদিত

আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফট বাংলাদেশের জন্য ছিল অম্ল-মধুর। অবিক্রিত থেকে গেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের মতো তারকারা। দল পেয়েছেন নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সোমবার রাতে অনুষ্ঠিত হয় টি-টেন লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশের অনেক ক্রিকেটার সেখানে নাম লিখিয়েছিলেন দল পাওয়ার জন্য। কিন্তু মাত্র চার জনের প্রতি আগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকিরা থেকে গেছেন অবিক্রিত। সেই তালিকায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আল-আমিন হোসেন ও নাসির হোসেনসহ বাকিরা।

টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের খেলা আগে থেকেই নিশ্চিত হয়ে আছে। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার সোহান ও পেসার মৃত্যুঞ্জয়। ডানহাতি গতিতারকা তাসকিন খেলবেন ডেকান গ্ল্যাডিয়েটর্সে। বাঁহাতি পেসার মোস্তাফিজের ঠিকানা হয়েছে টিম আবুধাবি।

কেবল সাকিব নয়, আরও কয়েকজন নামি-দামি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ব্যাটার কলিন মুনরো ও ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস। তাদের পাশাপাশি রয়েছেন শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানা ও আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাই।

টি-টেন লিগের ষষ্ঠ আসরে এবার অংশ নেবে আটটি দল। আগামী ২৩ নভেম্বর শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। সবগুলো ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। ২০১৭ সাল থেকে আয়োজিত হয়ে আসছে আবুধাবি টি-টেন লিগ। প্রতিযোগিতাটির আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

1h ago