সাকিবকে পেয়ে বাংলাদেশ দল পরিপূর্ণ হয়েছে, বললেন মিরাজ

ভিসা ও ফ্লাইট জটিলতা কাটিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
ফাইল ছবি

ভিসা ও ফ্লাইট জটিলতা কাটিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি অধিনায়ককে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজে ভালো করে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস যোগাতে চায় টাইগাররা।

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল আটটায়।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আশাবাদী হওয়ার উপায় নেই। সবশেষ এশিয়া কাপেও ভরাডুবি হয় তাদের। এরপর দুর্বল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচের সিরিজে প্রত্যাশিতভাবে জয়ী হয় তারা। তবে ত্রিদেশীয় সিরিজে দুই পরাশক্তির বিপক্ষে সাকিববাহিনী কেমন করে তা নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় সাকিবের দলে যোগ নেওয়া প্রসঙ্গে মিরাজ বলেন, 'দেখুন, ফলাফল তো আমাদের হাতে নেই। আমরা যেটা করতে পারি, আমরা প্রক্রিয়া অনুসরণ করতে পারি এবং ব্যক্তিগতভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। সাকিব ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এটা আমাদের দলের জন্য বড় একটা সুবিধা। কারণ, সবশেষ যে সিরিজ আমরা খেলেছি, সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে। আমরা সবাই একসঙ্গে অনুশীলন করে মাঠে নামতে পারব।'

প্রক্রিয়া অনুসরণের কথা শোনা গিয়েছিল টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানের কণ্ঠে। একই পথে হাঁটেন মিরাজও। তার মতে, এই সিরিজ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে দারুণ কাজে দেবে, 'বিশ্বকাপের আগে এরকম একটা ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে অনেক উজ্জীবিত করবে। পাকিস্তান আগের বিশ্বকাপে ভালো খেলেছে, এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলেছে এবং নিউজিল্যান্ডের মাটিতে খেলব। আশা করি, বড় দুটি দলের সঙ্গে আমরা খেলব, আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে, যদি আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারি।'

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলোকে বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ মনে করেন মিরাজ, 'প্রতিটা খেলোয়াড়ের প্রস্তুতি এখানে গুরুত্বপূর্ণ। যার যার জায়গা থেকে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ভালো পারফর্ম করতে পারি, বিশ্বকাপে গিয়ে অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে পারব আশা করি।'

Comments