অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ সেরা দলে বাংলাদেশের স্বর্ণা

নকআউট পর্বে জায়গা করতে না পারলেও আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বেশ দারুণ পারফর্ম করেছে বাংলাদেশের মেয়েরা। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্বর্ণা আক্তার। তার স্বীকৃতিটাও পেয়েছেন তিনি। আইসিসির ঘোষিত টুর্নামেন্ট সেরা দলে জায়গা করে নিয়েছেন এ বাংলাদেশি ব্যাটার।

নকআউট পর্বে জায়গা করতে না পারলেও আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বেশ দারুণ পারফর্ম করেছে বাংলাদেশের মেয়েরা। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্বর্ণা আক্তার। তার স্বীকৃতিটাও পেয়েছেন তিনি। আইসিসির ঘোষিত টুর্নামেন্ট সেরা দলে জায়গা করে নিয়েছেন এ বাংলাদেশি ব্যাটার।

প্রথমবারের মতো হওয়া এ বিশ্বকাপের প্রতি ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন স্বর্ণা। ৫ ম্যাচে ১টি ফিফটিসহ তার সংগ্রহ ১৫৩ রান। করেছেন ১৫৭.৭২ স্ট্রাইক রেটে। ১৫০-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে দেড়শর বেশি রান করা ব্যাটার রয়েছেন কেবল একজন। ভারতের অধিনায়ক শেফালি বর্মা। আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ছক্কাও মারেন স্বর্ণা।

সেরা দলে দুই ফাইনালিস্ট ভারত ও ইংল্যান্ড থেকে রয়েছেন তিনজন করে। শ্বেতা সেহরাওয়াত, শেফালি বর্মা ও পর্শভি চোপড়া জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়নদের হয়ে। রানার্সআপ ইংল্যান্ড থেকে রয়েছেন গ্রেস স্ক্রিভেন্স, হান্না বেকার ও এলি অ্যান্ডারসন।

এছাড়া নিউজিল্যান্ডের জর্জিয়া প্লিমার, শ্রীলঙ্কার দেউমি ভিহাঙ্গা, দক্ষিণ ফ্রিকার কারাবো মেসো ও অস্ট্রেলিয়ার মেগি ক্লার্ক জায়গা পেয়েছেন। দ্বাদশ খেলোয়াড় পাকিস্তানের আনোশা নাসির। দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ইংলিশ ক্রিকেটার স্ক্রিভেন্সকে।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা দল

শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া)।

দ্বাদশ খেলোয়াড়: আনোশা নাসির (পাকিস্তান)

Comments

The Daily Star  | English

Settle disputes through dialogue, say 'no' to wars, says PM at UNESCAP meet

Prime Minister Sheikh Hasina today called for speaking out against all forms of aggression and atrocities, and to say 'no' to wars

31m ago