যেন বাবার মতই দৃঢ়তার প্রতিচ্ছবি তেজনারাইন

স্ট্যান্স নেওয়ার সেই একই ভঙ্গি। বাবার মতই বাঁহাতি হওয়ায় মিল আগেই ছিল। খেলার ধরনেও বাবা শিবনারাইন চন্দরপলকে মনে করালেন পুত্র তেজনারাইন চন্দরপল। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে দেখালেন চোয়ালবদ্ধ দৃঢ়তা আর টানা ব্যাট করে যাওয়ার মানসিকতা।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনে ২৮৬ বলে তিন অঙ্কের দেখা পান তেজনারাইন। দিনশেষে তিনি অপরাজিত ১০১ রানে। তার আগে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট তুলে নেন আরেকটি সেঞ্চুরি। বৃষ্টি বিঘ্নিত দিনে ৮৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ২২১।
বুলওয়েতে বৃষ্টির প্রভাব ছিল প্রথম দিনেও। বেশিরভাগ সময় ভেসে যাওয়ায় বিনা উইকেটে ১১২ ছিল ক্যারিবিয়ানদের বোর্ডে। সেই রান নিয়ে দ্বিতীয় দিনে নেমে কোন সমস্যায় পড়তে হয়নি তাদের।
ব্র্যাথওয়েট-তেজনারাইন দুজনেই অপরাজিত ছিলেন ৫৫ রানে। জিম্বাবুয়ের বোলারদের হতাশ করে ধীরস্থিরভাবে এগুতে থাকেন তারা। ২২৬ বল সামলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্পর্শ করেন দ্বাদশ টেস্ট সেঞ্চুরি।
আরেক প্রান্তে ভরসা যোগান তেজনারাইন। দৃঢ়তার প্রতিচ্ছবি হয়ে বোলারদের ক্লান্ত করে দিতে থাকেন তিনি। গত বছর ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে অভিষেক হয়েছিল তার। একটি ফিফটি পেলেও নিজেকে আলোয় আনতে করতে হতো বড় কিছু। এবার সেই পথেই ছুটলেন তিনি। তৃতীয় দিনে সেঞ্চুরিটাকে আরও বড় করার সুযোগ তেজনারাইনের। যদিও বৃষ্টি বাগড়ায় দুদিনের অনেকটা ভেসে যাওয়ায় ফল বের করতে দ্রুত রান আনার দিকে ছুটতে হবে ক্যারিবিয়ানদের।
Comments