রাঁচি টেস্টে বুমরাহকে পাচ্ছে না ভারত

টানা তিন টেস্ট খেলার পর বিশ্রাম পাচ্ছেন পেসার জাসপ্রিট বুমরাহ। রাঁচিতে চতুর্থ টেস্টে তাকে স্কোয়াডে রাখছে না ভারত। চতুর্থ টেস্টে দলের ফলের উপর নির্ভর করবে ধর্মশালায় পঞ্চম টেস্টে বুমরাহ খেলবে কিনা।
২৩ ফেব্রুয়ারি থেকে ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে শুরু হবে স্বাগতিক ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। মঙ্গলবার রোহিত শর্মারা রাঁচির বিমান ধরবেন তবে তাতে থাকবেন না বুমরাহ। ৪ ঘণ্টার সড়ক পথে তিনি যাবেন আহমেদাবাদ।
বুমরাহকে বিশ্রাম দেওয়ার পেছনে কাজ করছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পলিসি। হায়দরাবাদে প্রথম টেস্ট হারার পর বিশাখাপত্তনমে পরের টেস্টে ৯ উইকেট নিয়ে দলকে সিরিজে ফেরান ডানহাতি পেসার। চলতি সিরিজে ১৩.৫৪ গড়ে ১৭ উইকেট নিয়ে বুমরাহই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি।
বিশাখাপত্তনমে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল মোহাম্মদ সিরাজকে। বুমরাহকে বিশ্রাম দেওয়া হলেও তার বদলে কাকে নেওয়া হবে তা নিশ্চিত নয়। তবে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলার জন্য ছেড়ে দেওয়া পেসার মুকেশ কুমার ফিরতে পারেন স্কোয়াডে।
Comments