আমরা টোটালি ফেল করেছি, বললেন জাকির

প্রথম ইনিংসে প্রায় সাড়ে পাঁচ সেশন ব্যাট করে পাঁচশরও বেশি পুঁজি পায় শ্রীলঙ্কা। সেখানে নিজেদের প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি বাংলাদেশ। শুধু রানের পার্থক্যই নয়, দুই দলের ব্যাটারদের ব্যাটিংয়ের ধরণেও ছিল বিশাল পার্থক্য। কোনো ব্যাটারকেই দেখা যায়নি স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে। সম্মিলিতভাবে সবাই ব্যর্থ হয়েছেন বলেই মনে করেন বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটার জাকির হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনেই রয়েছে শ্রীলঙ্কা। এরমধ্যেই ৪৫৫ রানের লিড নিয়েছে দলটি। যেই রান তাড়া করে জিততে হলে বিশ্ব রেকর্ডই গড়তে হবে বাংলাদেশকে। তাতে সিরিজ হার যে নিশ্চিত তা এক প্রকার বলে দেওয়াই যাচ্ছে।
অথচ এই টেস্টের আগে ঘুরে দাঁড়ানোর কথাই বলেছিলেন টাইগাররা। সেখানে লড়াইটুকুও করতে পারছেন না তারা। তাদের পরিকল্পিতভাবে ফাঁদে ফেলেছেন লঙ্কান ব্যাটাররা। এমন ভরাডুবির কোনো ব্যাখ্যাই দিতে পারলেন না জাকির। হতাশ কণ্ঠে বললেন, 'আসলে কারণটা আর কী বলব আমরা টোটালি ফেল করেছি।'
নিজেরা যে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তা জানিয়ে আরও বলেন, 'আমরা কেউ পটেনশিয়াল অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয় যে, আমরা আমাদের যে রোলটা ছিল, ওই রোলটাও আমরা পালন করতে পারিনি। আপনি যদি বলেন টোটালি ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা যেই রকম খেলার কথা ছিল হয়তো আমরা ওই রকম খেলতে পারিনি।'
নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এর আগের চার ইনিংসেও দুইশ করতে পারেনি টাইগাররা। এমনটা সবশেষ ২০ বছর আগে দেখেছিল দলটি। সেই ২০০৩-০৪ সালে টানা পাঁচটি ইনিংসে ঘরের মাঠে দুইশও করতে পারেনি বাংলাদেশ। আবারও মিলল পুরনো দিনের দেখা।
এমন ধারাবাহিক ব্যর্থতারও কোনো ব্যাখ্যা দিতে পারেননি জাকির, 'আসলে সবার যে জিনিসটা সেটা আমি বলতে পারব না। কোচ বা যারা আছেন তারা বলতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে, শটস সিলেকশনে একটু কেয়ারফুল হলে ভালো হয় আমার জন্য। একই সঙ্গে যেটা বলছি যে এটা কোনো অজুহাত হতে পারে না। একটা টেস্ট ম্যাচ খেলতে আসলে প্রস্তুত হয়ে আসতে হবে আমার। এই মানসিকতা থাকা উচিত।'
জাকির অবশ্য নিজের ভুল বুঝতে পারছেন। চেষ্টা করছেন প্রতিরোধ গড়তে। দলের একমাত্র হাফসেঞ্চুরি পাওয়া খেলোয়াড় তিনি। কিন্তু প্রায় প্রতি ম্যাচেই নিজের উইকেট বিলিয়ে আসছেন লিটন-শান্তরা। দ্বিতীয় ইনিংসেও যদি তারা বুঝতে না পারেন, তাহলে ঘরের মাঠে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশের লজ্জাই পেতে হবে। সেখানে কি-না আবার দলটির সঙ্গে ভিন্ন দ্বৈরথ তৈরি করেছেন টাইগাররা।
Comments