চট্টগ্রাম টেস্টের মাঝেই দেশে ফিরছেন চান্দিমাল

সিলেট টেস্ট জয়ের পর চট্টগ্রামেও জয়ের পথে রয়েছে শ্রীলঙ্কা। তিন দিনেই জয় দেখছে দলটি। তবে টেস্টের বাকি সময় দলের অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমালকে ছাড়া খেলতে হবে তাদের। জরুরী পারিবারিক প্রয়োজনে আজ মঙ্গলবার দুপুরেই দেশের বিমান ধরছেন এই লঙ্কান।
এদিন এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে চান্দিমালের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে জরুরী পারিবারিক কারণে দেশে ফিরতে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই ক্রিকেটার। দুঃসময়ে তাকে সমর্থন জানিয়েছেন লঙ্কান বোর্ড, তার সতীর্থরা ও কোচিং স্টাফরা।
তবে ঠিক কি কারণে দেশে ফিরছেন চান্দিমাল তা জানায়নি লঙ্কান বোর্ড। জানা গেছে পরিবারের এক সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই পাশে থাকতে দেশে ফিরছেন তিনি। তবে এই মুহূর্তে তার পরিবারকে সম্মান জানিয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে তারা।
টেস্টের দুই দিন বাকি থাকলেও নিজের কাজ শেষ করেছেন চান্দিমাল। কারণ মূলত তিনি ব্যাটার। এরমধ্যেই দুই ইনিংসে ব্যাটিং করেছেন। প্রথম ইনিংসে দলের বড় পুঁজিতে অবদানও রাখেন। ১০৪ বলে ৫৯ রানের ইনিংস খেলে সাকিব আল হাসানের বলে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য হতাশ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৭ বলে ৯ রান করে হাসান মাহমুদের শিকার হয়েছেন তিনি।
Comments