সাকিব-মোস্তাফিজ-সৌম্যকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামে টানা তিন ম্যাচ জিতে এরমধ্যেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। মিরপুরে শেষ দুটি ম্যাচও জিতে নিতে চায় টাইগাররা। তবে এদিন টস ভাগ্য সঙ্গে যায়নি তাদের। টস জিতে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আগে ফিল্ডিং বেছে নিয়ে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি।
এদিন একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। একাদশে ফিরেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সাদা বলের ক্রিকেটে খেলেছিলেন তিনি। আর সিলেটে গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার।
এছাড়া ফিরেছেন সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। চোটের কারণে বাইরে ছিলেন সৌম্য। আর ভারতে আইপিএল খেলে ফেরার পর প্রথম তিন টি-টোয়েন্টিতে বিশ্রামে ছিলেন মোস্তাফিজ। তাদের জায়গা দিতে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। বাদ পড়েছেন অফফর্মে থাকা লিটন দাস।
অন্যদিকে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। একাদশে ফিরেছেন রিচার্ড এনগাভারা ও রায়ান বার্ল। তাদের জায়গা দিতে অফফর্মে থাকা অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিন ও জয়লর্ড গুম্বিকে বাদ দিয়েছে সফরকারী দলটি।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমনি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা, জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্ডে, রায়ান বার্ল, লুক জংবি, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারভা
Comments