ব্যাটিং ধসের ব্যাখ্যায় যা বললেন সৌম্য

ছবি: ফিরোজ আহমেদ

তানজিদ হাসান তামিমের সঙ্গে কী দারুণ সূচনাই করলেন সৌম্য সরকার। দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয়বারের মতো গড়লেন শতরানের জুটি। তখন মনে হয়েছিল পুঁজিটা দুইশর কাছাকাছি হতে যাচ্ছে বাংলাদেশের। কিন্তু এরপর যা হয়েছে তা স্রেফ অবিশ্বাস্য। একের পর এক ব্যাটারদের আত্মাহুতিতে পুরো ২০ ওভারও খেলতে পারেনি টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। তবে এই জয়টা হতে পারতো আরও বড়। যদি ওপেনারদের অসাধারণ ব্যাটিংয়ের ধারায় দায়িত্ব নিতে পারতেন পরের ব্যাটাররা। কিন্তু সেখানে ৪২ রান তুলতে ১০টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এদিন তানজিদ-সৌম্যর বিদায়ের পর দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল তাওহিদ হৃদয়। এরপর বাকি ব্যাটাররা যেভাবে উইকেট বিলিয়ে এসেছেন তাতে মনে হয়েছে মিরপুরের উইকেটে ব্যাটিং করাটা কতোই না কঠিন। অবশ্য শেষ দিকে বল পুরনো হয়ে যাওয়ায় ব্যাটিং করাটা কিছুটা কঠিন হয়ে গেছেও বলে মনে করেন সৌম্য।

ম্যাচ শেষে এমন ব্যাটিং ধসের ব্যাখ্যায় এই ওপেনার বললেন, 'না, দেখেন। প্রথম দিকে আমি আর (তানজিদ হাসান) তামিম যখন ব্যাট করছিলাম নতুন বলে একটু ভালো ছিল। বলটা ব্যাটে আসছিল। হঠাৎ বলটা একটু পুরোনো হওয়ার পর একটু ডাবল পেস, একটু আপস এন্ড ডাউন করছিল। প্রথম দিকে হয়তো সবাই একটু ভুল করেছে এটা বুঝতে ভুল করেছে।'

তবে ব্যাটাররা আরেকটু রয়েসয়ে খেলতে পারলে ভালো হতে পারতো বলে মনে করেন তিনি, 'প্রথমে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেট ১৭০-১৮০ এর। হঠাৎ যখন বলটা একটু পুরোনো হয়েছে। বলটা তখন একটু আপস এন্ড ডাউন স্লো হচ্ছিল। এটা হয়তো সবাই একটু আর্লি গিয়ে অ্যাটাকিংয়ে চলে গেছে, এটা হয়তো মিস্টেক করেছে আমার মনে হয়েছে।'

বল পুরনো হওয়ার পর ব্যাটিং কিছু কঠিন হয়ে গিয়েছিল বলেই মনে করেন এই ওপেনার, 'বলটা পুরোনো হয়ে যাওয়ার পর চেঞ্জ হইছে। টি-টোয়েন্টি জিনিসটাই প্রতি বলে সিচুয়েশন চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা ছিলাম যে আমিরা যেভাবে খেলছি তামিম আর আমি। পরপর দুই ওভারে আমরা আউট হইছি, সাত আট বল পর আমি আউট হইছি। ওই সময় গিয়ে তাওহীদ কিন্তু ওইভাবেই ব্যাটিং করে।'

'আজকের শটটা হয়তো ভালো পিক আপ শটটা ছক্কা হয়নি। ওই সময়টা স্পিনাররাও যখন বল করছিল, আমার মনে হয় ওরা ভালো জায়গায় বল করেছে। আমরা হয়তো আরেকটু সোজা বলে খেললে আরেকটু ভালো হতো। ওখান থেকে কেউ যদি ১০ বা ১৫ রানের জুটি গড়ত তাহলে হয়তো শেষের দিকে গিয়ে আরেকটু ভালো হতো,' যোগ করেন সৌম্য।  

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago