কানাডার লিগে দল পেয়েছেন চার বাংলাদেশি, খেলা নিয়ে আছে অনিশ্চিয়তা

জুলাইয়ের ২৫ তারিখ থেকে শুরু হয়ে আগস্টের ১১ তারিখ পর্যন্ত চলবে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা। গত আসরের পাঁচটি দল এবারও থাকছে। তবে নতুন নামে একটি ফ্র্যাঞ্চাইজি যোগ দিয়েছে চতুর্থ আসরে।

আগামী মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা। ফ্র্যাঞ্চাইজি লিগটির চতুর্থ আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে আজ (শনিবার)। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের চারজন। নতুন ঠিকানায় যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তার সঙ্গে একই দলে খেলবেন শরিফুল ইসলাম। প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। বিশ্বকাপের দলে না থাকা মোহাম্মদ সাইফউদ্দিনের সুযোগ মিলেছে কানাডার লিগটিতে।

জুলাইয়ের ২৫ তারিখ থেকে শুরু হয়ে আগস্টের ১১ তারিখ পর্যন্ত চলবে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা। গত আসরের পাঁচটি দল এবারও থাকছে। তবে নতুন নামে একটি ফ্র্যাঞ্চাইজি যোগ দিয়েছে চতুর্থ আসরে। সেই নতুন দল বাংলা টাইগার্স মিসিসাউগার হয়েই মাঠ মাতাবেন সাকিব। গেলবার বাঁহাতি এই অলরাউন্ডার খেলেছিলেন মন্ট্রিল টাইগার্সের হয়ে। একই ড্রেসিংরুমে স্বদেশী শরিফুল ইসলামকেও পাবেন সাকিব। তাদের দলে বড় নামগুলোর মধ্যে আছেন রহমানউল্লাহ গুরবাজ, ডেভিড ভিসা, ইফতিখার আহমেদ।

২০২৩ সালে কানাডার লিগে সাকিবের সঙ্গে খেলেছিলেন লিটন কুমার দাস। এবার তাকে সারে জাগুয়ার্স রাখেনি দলে। লিটন কোনো দল না পেলেও বিশ্বকাপে দারুণ পারফর্ম করা রিশাদ নজর কেড়েছেন ফ্র্যাঞ্জাইজিদের। টরন্টো ন্যাশনালসে সুযোগ পেয়েছেন এই লেগি। তার দলে আছেন শাহিন শাহ আফ্রিদি ও রোমারিও শেপার্ডের মতো খেলোয়াড়।

গেলবারের মতো এবারও মন্ট্রিল টাইগার্স বাংলাদেশি এক ক্রিকেটারের ঠিকানা হতে যাচ্ছে। মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তাদের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে বড় নাম নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাই ও শেরফেইন রাদারফোর্ড।

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় এবারই সবচেয়ে বেশি বাংলাদেশের চারজন মাঠ মাতানোর সুযোগ পেয়েছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে একই সময়ে সিরিজ থাকতে পারে টাইগারদের। ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের কথা ভাবছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের গ্রেটার নয়ডায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজে মুখোমুখি হতে পারে দুই দল। যদিও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সিরিজটিতে খেলার ব্যাপারে তারা নিশ্চিত নন এখনো।

আফগানিস্তান সিরিজ এই সময়ে না হলেও সাকিবকে তার কানাডা লিগের দল পেতে পারে কিছুটা দেরিতে। জুলাইয়ের ৫ তারিখ থেকে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেটে খেলবেন তিনি। লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে প্লেঅফে যেতে না পারলে বাংলা টাইগার্স শুরু থেকে তাকে পেতে পারে। আমেরিকার লিগটিতে প্লেঅফ শুরু হবে ২৫ জুলাই। ফাইনাল আয়োজিত হবে সে মাসের ২৯ তারিখে।

Comments

The Daily Star  | English
Dhakeshwari Temple Yunus speech

Want to build a Bangladesh where everyone's rights are ensured: Yunus

Seeking law enforcement's support during celebration a 'collective failure', he added

47m ago