চার পরিবর্তন নিয়ে অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে নামবে ইংল্যান্ড

ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের মৌসুম শুরু হচ্ছে কাল থেকে। তার আগে ইংলিশ গ্রীষ্মের প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করে দিয়েছে বেন স্টোকসের দল। তাদের সবশেষ ম্যাচের একাদশে এসেছে চারটি পরিবর্তন। লর্ডসের ময়দানে দুই অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড।
তিন টেস্টের সিরিজটি মাঠে গড়াবে আগামীকাল(বুধবার) থেকে। গতকাল (সোমবার) প্রথম টেস্টের জন্য নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে ইংলিশরা। বড় পরিবর্তন এসেছে উইকেটরক্ষকের জায়গায়। জনি বেয়ারস্টো ও বেন ফোকস- সর্বশেষ সিরিজে খেলা এই দুজনকে স্কোয়াড থেকেই বাদ দিয়েছে ব্রেন্ডন ম্যাককালামের ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পাওয়া জ্যামি স্মিথের অভিষেক হয়ে যাবে লর্ডসেই।
সারের এই ডানহাতি ব্যাটার সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। চলতি মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫৬.৪১ গড়ে ৬৭৭ রান করেছেন ২৩ বছর বয়সী স্মিথ। ব্যাটিং লাইনআপে ফিরেছেন হ্যারি ব্রুক। ভারত সিরিজ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন দাদীর মৃত্যুশোকে। বোলিং আক্রমণে এক সিরিজ পর ক্রিস ওকস সুযোগ পেয়েছেন আবার। ২০২৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই বোলারের সুযোগ হয়নি ভারত সফরে।
ধর্মশালায় চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে ইংল্যান্ড তাদের সবশেষ টেস্ট খেলেছে। সেই ম্যাচের একাদশে থাকা মার্ক উড ও টম হার্টলি জায়গা হারিয়েছেন। উডকে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত প্রথম দুই টেস্টের স্কোয়াডে রাখা হয়নি। অন্যদিকে এক স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্তে পিছিয়ে পড়েছেন বাঁহাতি স্পিনার হার্টলি। একমাত্র স্পিনার হিসেবে একাদশে এসেছেন ডানহাতি অফস্পিনার শোয়েব বশির। ইংল্যান্ড দলের সঙ্গে গত কয়েক সিরিজ থেকেই যুক্ত আছেন গাস অ্যাটকিনসন। এবার তিনি সাদা পোশাকে অভিষেক করবেন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
অধিনায়ক বেন স্টোকস পুরোদমে বোলিংয়ের জন্য ফিট হয়ে গেছেন। গত বছরদুয়েক হাঁটুর চোট তাকে বোলিং থেকে বলতে গেলে পুরোটাই আড়াল করে রেখেছিল। ১০ জুলাই বাংলাদেশ সময় বিকাল চারটা থেকে স্টোকসের দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে। যে টেস্ট অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ বলেই পরিচিতি পাবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জ্যামি স্মিথ, ক্রিস ওকস, শোয়েব বশির, গাস অ্যাটকিনসন, জেমস অ্যান্ডারসন।
Comments