আমেরিকা থেকে উড়ে আসা পুরানের ব্যাট নেই, সল্ট পাঠালেন উবারে
আজকাল একটা ফ্র্যাঞ্চাইজি লিগ সমাপ্ত হওয়ার আগেই আরেকটির সূচনা হয়ে যায়। এক লিগের শেষের সঙ্গে মিলে যায় আরেক লিগের শুরুর অংশ। টি-টোয়েন্টির বিশ্ব তারকাদের কদর সব লিগেই থাকে বলে তারা পড়ে যান বিপদে। নিকোলাস পুরানের ক্ষেত্রে তেমনি অদ্ভুত এক কাণ্ডই ঘটেছে। আমেরিকার মেজর লিগ ক্রিকেট লিগ থেকে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে এসেছেন ম্যাচের দিন সকালেই। কিন্তু তার সঙ্গে ছিল না কোনো ব্যাট।
তখন ফিল্ট সল্ট এই ক্যারিবিয়ানকে উদ্ধার করেন। ম্যানচেষ্টার থেকে ব্যাট পাঠান উবারে করে। ব্যাট হাতে নর্দান সুপারচার্জাসের হয়ে ১৫ বলে ১০ রান করেই আউট হয়ে যান পুরান। ম্যাচশেষে তার ব্যাট-কাণ্ডের কথা জানান অধিনায়ক ম্যাথু শর্ট, 'সে কিছুদিন আগে তার এমআই নিউয়র্কের ম্যাচ হেরেছে। এরপর সোজা বিমানে উঠে আজ (ম্যাচের দিন) সকালে নেমেছে।'
'আমি তাকে সকালের নাস্তার সময় দেখেছিলাম, সে বলে, "স্যুটকেশ নেই, কিটব্যাগ নেই"। কিছু গ্লাভস এবং প্যাড এখানে ইতোমধ্যে পাঠিয়ে রেখেছিল। কিন্তু ধন্যবাদ দিতে হয় ফিল সল্টকে। তার ব্যাটে একই স্পন্সর। তো আমরা ম্যানচেষ্টার থেকে উবারে করে দুয়েকটি ব্যাট এনেছি সল্টের কাছ থেকে।'
গত ২৫ জুলাই এমআই নিউইয়র্কের হয়ে মেজর লিগ ক্রিকেটে খেলেছেন পুরান। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মাঠে গড়ানো এলিমিনেটর ম্যাচে তার দল হেরে গিয়ে বিদায় নেয় আমেরিকার লিগের দ্বিতীয় আসর থেকে। এর পরপরই তিনি ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টে খেলতে আসেন। আসার পথে ট্রানজিটে তার লাগেজ এবং কিটব্যাগ আটকে গিয়েছিল। এরপর হেডিংলিতে পুরানদের ম্যাচটি ২৬ জুলাই বাংলাদেশ সময় অনুযায়ী রাত সাড়ে ১১টায় আয়োজিত হয়েছে।
অল্প সময়ের মধ্যেই দুই মহাদেশের দুটি লিগে পুরানের বিচরণ। ফ্র্যাঞ্চাইজি লিগে রমরমা ক্রিকেট যুগের বর্তমান বাস্তবতাই তুলে ধরেছে এই ঘটনা। এবারই প্রথমবারের মতো ইংলিশদের ফ্র্যাঞ্চাইজি লিগে অবশ্য মাঠে নেমেছেন ক্যারিবিয়ান হিটার। ট্রেন্ট রকেটসের বিপক্ষে ৪৭ রানের হারেই দ্য হান্ড্রেডে যাত্রা শুরু হয়েছে তার। ব্যাট-কাণ্ডে যা হলো নাটকীয়ভাবেই!
Comments