পেসারদের তোপে এগিয়ে বাংলাদেশ এইচপি

পাকিস্তান শাহিনসের বিপক্ষে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে বাংলাদেশ এইচপি। নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানিদের ১৭৯ রানে অলআউট করে দিয়েছে মাহমুদুল হাসান জয়ের দল। রিপন মণ্ডল সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন। আরেক পেসার রেজাউর রহমান রাজা এনে দিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে পাওয়া ৭৯ রানের লিড পরে ব্যাটাররা নিয়ে গেছেন ১৬৩ রানে। দ্বিতীয় দিন বাংলাদেশ শেষ করেছে ৩ উইকেটে ৮৪ রান এনে।
অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহিনস দিনের খেলা শুরু করে ২ উইকেটে ৩৯ রানে থেকে। রাজা দ্বিতীয় ওভারেই ওমাইর ইউসুফকে বিদায় করে দেন ৭ রানে। পাকিস্তানের উঠতি ক্রিকেটারদের দল দ্রুত আরও কয়েকটি উইকেট হারায়। ৬৯ রানে তাদের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।
কামরান গুলাম ও তৈয়ব তাহির ৭৮ রানের ষষ্ট উইকেট জুটি গড়েন এরপর। কামরানকে ৪৮ রানে ফিরিয়ে রাজা ভাঙেন তাদের জুটি। শেষ চার উইকেট ৩২ রানেই খুইয়ে ফেলে পাকিস্তানের দলটি। তাদের চারজন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরাতে রিপন খরচ করেন ৭১ রান। আরেক ডানহাতি পেসার রাজা ৩৩ রানে শিকার করেন ৩ উইকেট।
প্রথম ইনিংসে ২৫৮ রান করার সুবাদে ৭৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ এইচপি। অধিনায়ক জয় ৩৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন মাঠে নামবেন। বড় লিডের লক্ষ্যে তাকে শুরুতে সঙ্গ দেবেন ৮ রানে অপরাজিত থাকা আইচ মোল্লাহ।
Comments