'এ' দলের পাকিস্তান সফরের নতুন সূচি
গতকাল সোমবারই বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। তবে দেশের অস্থির অবস্থার জন্য নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা। পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসতেই 'এ' দলের পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনেক দিন থেকেই কোটা সংস্কারের দাবিতে দেশ ছিল উত্তাল। এরপর ক্ষমতার পালাবদলের পরও পরিস্থিতির খুব একটা বদল হয়নি। ফলে গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে 'এ' দলের পাকিস্তান সফর স্থগিত করেছিল দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। তবে আগামী শনিবারই (১০ আগস্ট) পাকিস্তান সফরে যাচ্ছেন মুশফিক-মুমিনুলরা।
নতুন সূচি অনুযায়ী, ১০ আগস্ট পাকিস্তান পৌঁছে দুইদিন অনুশীলন করার পর ১৩ আগস্ট প্রথম চারদিনের ম্যাচ খেলতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে 'এ' দল। এরপর ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচটি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট। বাংলাদেশ 'এ' দল মুখোমুখি হবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। একদিন বিরতির পর ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দলদুটি। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে।
এর আগে পূর্ব সূচি অনুযায়ী ১০ আগস্ট প্রথম প্রথম চারদিনের ম্যাচে মাঠে নামার কথা ছিল 'এ' দলের। দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ১৭ আগস্ট। তিনটি ওয়ানডে ম্যাচের সূচি ছিল ২৩, ২৫ ও ২৭ আগস্ট।
Comments