পাকিস্তান সফর নিয়ে সাকিবের সঙ্গে কথা বলবে বিসিবি
দেশসেরা অলরাউন্ডার হলেও পাশাপাশি সদ্য ভেঙে দেওয়া জাতীয় সংসদের একজন সদস্য ছিলেন সাকিব আল হাসান। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে নিয়ে অনেক অনিশ্চয়তার কথাই শোনা যাচ্ছে। তবে খুব শীগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে বর্তমানে কানাডায় রয়েছেন অলরাউন্ডার সাকিব। তবে পাকিস্তানে বাংলাদেশ দলের একটি টেস্ট অ্যাসাইনমেন্ট রয়েছে। যেখানে প্রথম টেস্টটি শুরু হবে ২১ আগস্ট থেকে। এরমধ্যেই সেই সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এই ক্যাম্প। এর আগেই সাকিবের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান নাফীস।
সাকিবের পাকিস্তান সফরে যাওয়ার বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাফীস বলেছেন, 'সাকিব আল হাসানের এনওসি ১২ আগস্ট পর্যন্ত। ১৩ আগস্ট দেশে ফিরে আমাদের রিপোর্ট করার কথা রয়েছে তার। এখনও দুই থেকে তিনটি ম্যাচ বাকি আছে তার। আমরা তার সঙ্গে যোগাযোগ করব এবং তার পরিকল্পনা জানার চেষ্টা করব।'
সোমবার আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং বিশেষ করে তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হওয়ায় সাকিবের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে সাকিব এখন শুধুই একজন ক্রিকেটার বলে জানান নাফীস, 'গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে তো আমরা যেহেতু তার ১২ ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে। তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা।'
'সিলেকশন প্যানেল কিন্তু এখনো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন উনারা দল ঘোষণা করবেন সে যদি টিমে থাকে তখন একরকম যখন টিমে না থাকবে তখন তো তার এনওসি লাগছে না। একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবল আছেন কিনা আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কিনা। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। ওটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের এক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব,' যোগ করেন নাফীস।
Comments