দুর্নীতির দায়ে ৫ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের ক্রিকেটার ইহসানউল্লাহ জানাতকে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শাস্তির বিষয়টি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

অবিলম্বেই জানাতের নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানায় এবিসি। নিজেদের একটি ঘরোয়া লিগে "দুর্নীতিমূলক কার্যকলাপের" কথা জানাত স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে তারা। ম্যাচ ফিক্সিংয়ের জন্য আরও তিনজন অজ্ঞাতপরিচয় খেলোয়াড়ও তদন্তাধীন আছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে এবিসি বলেছে, 'কাবুল প্রিমিয়ার লিগ ২০২৪-এর দ্বিতীয় সংস্করণে এসিবি এবং আইসিসির দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের কারণে জানাতকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। জানাত অভিযোগ স্বীকার করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।'

২৬ বছর বয়সী জানাত সাবেক আফগান অধিনায়ক এবং নির্বাচক নওরোজ মঙ্গলের ছোট ভাই। জাতীয় দলের জার্সিতে অন্যতম প্রতিভাবান এই খেলোয়াড় এখন পর্যন্ত তিনটি টেস্ট, ১৬টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

শামশাদ ইগলসের হয়ে চার ইনিংসে ৭২ রান করেছিলেন জানাত। ২০২২ সালে চালু হওয়া কাবুল লিগে এই বছর ষষ্ঠ এবং শেষ অবস্থানে ছিল তারা। এর আগে ২০২০ সালে দুর্নীতির কারণে ছয় বছরের জন্য নিষিদ্ধ করা হয় সাবেক আফগান জাতীয় খেলোয়াড় শফিকুল্লাহ শাফাককে।  

Comments

The Daily Star  | English
G7 statement on Israel Iran war

Sirens sounded after missiles launched from Iran, says Israeli army

Revolutionary Guards say missiles targeted industrial areas in Israel

11h ago