ভারত ছোট মাঠে খেলে অভ্যস্ত, খোঁচা থিকসানার

২৭ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে ভারতকে খোঁচা মারলেন স্পিনার থিকসানা

বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারত। অন্যদিকে বেশ কিছু দিন থেকেই কিছুটা কঠিন সময় পার করছে শ্রীলঙ্কা। সেখানে এবার ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা। এমন জয়ের পর ভারতীয়দের খোঁচা মারলেন স্পিনার মহেশ থিকসানা। ২৭ বছর পর ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে দলটি।

আগের দিন বুধবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ভারতকে ১১০ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে লঙ্কানরা ৭ উইকেটে ২৪৮ রান করলে জবাবে মাত্র ১৩৮ রান করে গুটিয়ে যায় ভারতীয় শিবির।

অথচ নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারত এবার আরও ভালো খেলবে বলেই প্রত্যাশা ছিল। টি-টোয়েন্টি সিরিজ জিতে এমন ইঙ্গিতও দিয়েছিল দলটি। কিন্তু প্রথম ওয়ানডে টাই হওয়ার পরের দুই ওয়ানডেতে সহজ জয়ই পায় লঙ্কানরা। লঙ্কানদের ডেরায় কার্যত দিশেহারা অবস্থা হয় ভারতের।

রোহিত শর্মারা ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠছে তাদের পারফরমেন্স নিয়ে। বড়সড় খোঁচা দিয়ে থিকসানা বললেন, 'ভারতে ওরা ছোট গ্রাউন্ডে খেলে অভ্যস্ত, আর ভালো উইকেটও পাওয়া যায় ওখানে। কিন্তু প্রেমদাসা স্টেডিয়ামে আমরা জানতাম, উইকেটে যদি একটু টার্ন থাকে তাহলেই আমরা ম্যাচে রং বদলে দিতে পারব, কারণ আমাদের দলে বেশ ভালো স্পিনাররা রয়েছে।'

'শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও আমাদের খেলোয়াড়রা এই ধরণের উইকেটে খেলে অভ্যস্ত, ফলে কোনও অসুবিধা হয়নি। এই জয় আমাদের দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে, এই ম্যাচে খেলতে পেরে খুব ভালো লাগছে। আর ২৭ বছর পর অবশেষে ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ জিতে গর্বিত বোধ করছি,' যোগ করেন থিকসানা।

দলগত ঐক্যেই জয় মিলেছে জানিয়ে থিকসানা আরও বলেন, 'আমরা যখন ব্যাটিং করেছি তখনই বুঝেছিলাম পরের দিকে উইকেট ব্যাটারদের সুবিধা দেবে, তাই আমাদের আরও ভালো বোলিং করতে হত। রোহিত এসেই আমায় হিট করতে শুরু করে, কিন্তু আসিথা এসে ধাক্কা দেয়। এরপর ভেলালাগে এবং ভেনডার্সি বেশ ভালো বোলিং করে। দলগত ঐক্যই শেষ পর্যন্ত জয় এসেছে।'

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

17h ago