ফের চোটে পড়লেন স্টোকস
বেন স্টোকসের ক্যারিয়ার যেন চোট জর্জর। একটানা খেলাই হয় না তার। আরও একবার চোটে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। দ্য হানড্রেডসে খেলার সময় চোট পান তিনি। তাতে করে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
রোববার রাতে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্সের ব্যাটিংয়ের সময় চোট পান স্টোকস। পরে তাকে স্ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে। এই চোটে ২১ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা একেবারে ক্ষীণ। হাতছাড়া হতে পারে গোটা সিরিজ।
স্টোকসের দল সুপারচার্জার্স অধিনায়ক হ্যারি ব্রুক পরে গণমাধ্যমে দেন নেতিবাচক খবর, 'দেখে চোট সুবিধার মনে হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। সে নিশ্চিত স্ক্যান করাবে। তারপর বোঝা যাবে অবস্থা।'
১৫৩ রানের লক্ষ্যে ওপেন করতে নেমেছিলেন স্টোকস। শুরুতেই পেশিতে টান পেয়ে পড়ে যান। এরপর স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় তাকে। ম্যাচ শেষে স্ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে এই অলরাউন্ডারকে।
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে সরিয়ে নিয়েছিলেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ফিরে খেলেন পুরো ফিটনেস নিয়ে। এবার আবার মাংসপেশির চোট থাকে ছিটকে দিল। সেটা কতদিনের জন্য তা এখনো নিশ্চিত নয়।
স্টোকস খেলতে না পারলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন ওলি পোপ।
Comments