পাকিস্তানে ১২২ রানে গুটিয়ে গেল মুশফিক-মুমিনুলরা
পাকিস্তানে প্রথম চার দিনের ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ 'এ' দলের। ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে গুটিয়ে গিয়েছে তারা। পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৪৪.৩ ওভার ব্যাটিং করে এই রান করতে পেরেছে টাইগাররা।
ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম সেশনে খেলা শুরু করা সম্ভব হয়নি। দ্বিতীয় সেশনে ম্যাচ শুরু হওয়ার পর ১১৬ বলে করা মাহমুদুল হাসান জয়ের ৬৫ রান ছাড়া লড়াই করতে পারেননি আর কোনো ব্যাটাররাই।
অথচ এই দলে রয়েছেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হকের মতো অভিজ্ঞ ব্যাটাররা। যারা পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের বাংলাদেশ স্কোয়াডেরও অংশ। এ দুই ব্যাটার যথাক্রমে রান করতে পেরেছে ১৪ ও ১১।
তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে ৩ উইকেটে ৯১ রান ছিল বাংলাদেশের। কিন্তু এরপর মাত্র ৩১ রান তুলতে তাদের অবশিষ্ট সাতটি উইকেট হারায় দলটি।
পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করেছেন পেসার নাসিম শাহ এবং মীর হামজা। নাসিম ২৪ রানের খরচায় ৩টি এবং হামজা ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট পান। লেগ-স্পিনার মোহাম্মদ রমিজ জুনিয়র দুটি উইকেট পান।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শাহিনস দুই ওভারে বিনা উইকেটে ২ রান করে দিন শেষ করেছে পাকিস্তান শাহিনস। সিয়াম আইয়ুব ২ রানে অপরাজিত রয়েছেন। আরেক ওপেনার মোহাম্মদ হুরায়রা এখনও তার খাতা খুলতে পারেননি।
Comments