অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষেও পাত্তা পেল না এইচপি
প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের একাডেমি দলকে হারালেও পরের দুই ম্যাচে ছন্দহীন বিসিবি এইচপি। তাসমানিয়া টাইগার্সের পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের একাডেমি দলের কাছেও পাত্তা পেল না আকবর আলির দল। দেড়শোর নিচে পুঁজি নিয়ে জ্যাক উইন্টারের ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেছে তারা।
ডাউউইনে টপ এন্ড সিরিজ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলটিকে ৮ উইকেটে হারিয়েছে বিগ ব্যাশের দল স্ট্রাইকার্সের একাডেমির খেলোয়াড়রা। আগে ব্যাট করে এইপি করেছিল ৮ উইকেটে ১৪৭ রান। ১৪ বল আগে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্ট্রাইকার্স।
বিবর্ণ দিনে বাংলাদেশের হয়ে বলার মতন রান পেয়েছেন তিন ব্যাটার। ৩২ বলে সর্বোচ্চ ৪২ রান করেন ছয়ে নামা শামীম হোসেন পাটোয়ারি। অধিনায়ক আকবর ৩৫ বলে করেন ৩৬ রান। ওপেন করতে নেমে ২১ বলে ২৬ রান করেন জিসান আলম।
বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব দুই অঙ্কেই যেতে পারেননি। মূল ব্যাটারদের ব্যর্থতায় বেশ ভালো উইকেটেও বড় পুঁজি করতে পারেনি এইচপি।
মামুলি পুঁজি নিয়ে শুরুতে অবশ্য আশার ঝিলিক দেখিয়েছিলেন রিপন মন্ডল। জস কানকে প্রথম বলেই আউট করে ফেলেছিলেন তিনি। এরপর নোয়াহ ম্যাকফায়দেন ও উইন্টার মিলে বদলে দেন ম্যাচের ছবি। আগ্রাসী ব্যাট চালিয়ে ৮৩ রানের জুটিতে খেলা করে দেন সহজ। নোয়াহ আউট হলেও উইন্টার ছিলেন অবিচল। হামিস কেইসকে নিয়ে অনায়াসে শেষ করে দেন খেলা। ৫৪ বলে ১০ চার, ৩ ছক্কায় ৮২ করে ম্যাচ সেরাও হন উইন্টার।
Comments