করাচিতে দর্শকবিহীন স্টেডিয়ামে টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান

পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ দলের দ্বিতীয় টেস্ট হবে করাচিতে। ৩০ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্টে কোন দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন না।
Bangladesh Cricket Team
লাহোরে অনুশীলনে সাকিব, লিটনরা। ছবি: বিসিবি

পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ দলের দ্বিতীয় টেস্ট হবে করাচিতে। ৩০ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্টে কোন দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন না।

বিবৃতিতে এমন খবর জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ চালু থাকায় এখন দর্শকদের গ্যালারিতে প্রবেশ করানো যাবে না।

পিসিবি জানায়, 'ভক্তদের নিরাপত্তার ব্যাপারটা সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সব কিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার বিষয়টা আগে গুরুত্ব দেব, সেজন্য করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ফাঁকা গ্যালারিতে।'

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। এই টুর্নামেন্ট কেন্দ্র করে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। ১৯৯৬ সালের পর ভেন্যুগুলোতে হবে আইসিসির কোন আসর।

২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। এই ভেন্যুতে হবে দর্শকরা গ্যালারিতে প্রবেশ করার সুযোগ পাবেন।

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল লাহোরে অবস্থান করছে। গাদ্দাফি স্টেডিয়ামেই চলছে নাজমুল হোসেন শান্তদের অনুশীলন।

Comments

The Daily Star  | English

The morale issues of Bangladesh Police

There is no denying that for a long time, the police have been used as a tool of repression in the subcontinent

1h ago