শাহিনসের রানের পাহাড়ে চাপা বাংলাদেশ 'এ'
প্রথম দিনে ব্যর্থ ছিলেন টাইগার ব্যাটাররা। তাদের পথ ধরে দ্বিতীয় দিনে বোলাররাও ছিলেন ব্যর্থ। বাংলাদেশের বোলারদের হতাশা উপহার দিয়ে এরমধ্যেই বড় লিড নিয়েছে পাকিস্তান শাহিনস।
ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২৪৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ 'এ' দল। এদিন ৪ উইকেটে ৩৬৭ রান দিন শেষ করে দলটি। প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয় বাংলাদেশ।
আগের দিনের মতো এদিনও বৃষ্টির কারণে প্রায় অর্ধেকই খেলা হয়নি। এদিন ৮৮ ওভার ব্যাটিং করে পাকিস্তান শাহিনস। এদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন উমর আমিন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরি তুলে খেলেন ১৭৭ রানের ইনিংস। ২১১ বলে ২৩টি চার ও ৩টি ছক্কায় এই রান করেন তিনি।
অধিনায়ক সাউদ শাকিল খেলেছেন ৭৬ রানের ইনিংস। ১৩২ বলে নিজের ইনিংসটি সাজান ৯টি চারের সাহায্যে। স্বাগতিকদের হয়ে সাদ খান ৩১ এবং কামরান গুলাম ২০ রানে অপরাজিত রয়েছেন। এরমধ্যেই অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার।
তবে এদিন তানজিম হাসান দলীয় ২১ রানে সাইম আইয়ুবকে বিদায় করে টাইগারদের শুরুটা ভালো করেছিলেন। কিন্তু মোহাম্মদ হুরাইরাকে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন আমিন। ব্যক্তিগত ৩৯ রানে হুরাইরাকে আউট করেন নাঈম হাসান।
এরপর ১৯৫ রানের দারুণ একটি জুটি গড়েন আমিন ও শাকিল। দিনের শেষ দিকে এ দুই ব্যাটারকে ফেরান হাসান মুরাদ
Comments