বাংলাদেশের স্পিনাররা পরিণত: মুশতাক

তাইজুল-মিরাজদের রীতিমতো উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন এই কিংবদন্তি।

সময়টা অল্প পেলেও মুশতাক আহমেদের অধীনে যথেষ্ট উন্নতি করছেন বাংলাদেশের স্পিনাররা। বিশেষকরে রিশাদ হোসেনের উন্নতি চোখে পড়ার মতো। দলের বাকি স্পিনারদের উন্নতির জায়গা দেখলেও তাদের বেশ পরিণত মনে করছেন মুশতাক। তাইজুল-মিরাজদের রীতিমতো উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন এই কিংবদন্তি।

মুশতাকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইলেও পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সফরের জন্য আপাতত তাকে পেয়েছে বিসিবি। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করেছেন। অবশ্য যতটুকু সময় টাইগারদের সঙ্গে ছিলেন, তাতেই বাংলাদেশি স্পিনারদের মনে ধরেছে মুশতাকের।

কিংবদন্তি এই লেগি তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজদের ব্যাখা করতে গিয়ে বললেন, তারা কোচেবল। আরও অনেক প্রশংসার কথা শুনিয়ে তিনি জানালেন, বাংলাদেশি স্পিনারদের সঙ্গে কাজ করতে পারা তার জন্যেও সম্মানের বিষয়।

২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজের জন্য ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ। টাইগারদের স্পিন বোলিং কোচের ভূমিকায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন মুশতাক। বাংলাদেশি স্পিনারদের নিয়ে তিনি বলেন, 'তারা কোচেবল মানুষ, আমি এটি বলব। এর মানে তারা ভালো লিসেনার। আমি ভালো সময় পার করছি তাদের সঙ্গে। তারা গুড লার্নার। আমার অভিজ্ঞতা, আমি যতটুকু পারি, আশা করি পার্থক্য গড়ে দিতে পারব।'

আন্তর্জাতিক ক্রিকেটে তিনশর বেশি উইকেট নেওয়া মুশতাক আরও বলেন, 'বাংলাদেশের স্পিনাররা পরিণত, তারা খুব ভালো। মিরাজ, তাইজুল- সত্যিকার অর্থে ভালো স্পিনার, ম্যাচ উইনার। তারা অনেক ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন। তো তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য বেশ সম্মানের। অনেক ভালো ছেলে তারা।'

কোচ হিসেবে নিজের দায়িত্বটাও দারুণভাবে বর্ণনা করে দেন মুশতাক, 'আমার সবসময় ভূমিকা হচ্ছে টেকনিকাল ও ট্যাকটিকাল বিষয়াদি নিয়ে কথা বলা। ম্যাচের মাঝে তো টেকনিকাল অত আলাপ চলে না। ট্যাকটিকালি আপনাকে স্পিনারদের বলতে হবে- অ্যাঙ্গেল ব্যবহার করা, পিচ পড়তে পারা, কোন গতিতে বোলিং করতে হবে, কোন ব্যাটারের জন্য কেমন ফিল্ডসেট করতে হবে। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, এসব রিমাইন্ডার আপনার প্রয়োজন।'

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। করাচিতে দ্বিতীয় টেস্ট খেলতে নাজমুল হাসান শান্তর দল মাঠে নামবে ৩০ আগস্ট।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

16h ago