কার্তিকের করা ভারতের সর্বকালের সেরা একাদশে নেই ধোনি!
যার নেতৃত্বে তিনটি আইসিসি আসর চ্যাম্পিয়ন হয়েছে ভারত, যাকে মনে করা হয় ফিনিশিংয়ে দেশটির সর্বকালের সেরা। সেই মাহেন্দ্র সিং ধোনিকে সেরা একাদশে রাখলেন না দীনেশ কার্তিক। যদিও ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে তার করা একাদশটি সব সংস্করণ বিবেচনায়।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে করা এই একাদশে দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব, নেই ভারতকে অন্য ধাপে নেওয়া সৌরভ গাঙ্গুলিও।
ধোনির নেতৃত্বে একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিং ও কিপিং মিলিয়ে ধোনির রেকর্ড ঈর্শ্বনীয়। অনেকের মতে ভারতের সর্বকালে সেরা অধিনায়ক তিনি। কিন্তু কার্তিকের দলে তিনি ঠাঁই পাননি। মজার কথা হলো ধোনির বদলে অন্য কোন বিশেষজ্ঞ কিপারও নেননি কার্তিক। একাদশে থাকা রাহুল দ্রাবিড়কেই সেক্ষেত্রে সেই ভূমিকা দিচ্ছেন তিনি।
ওপেনিংয়ে বীরেন্দর শেবাগের সঙ্গে রোহিত শর্মাকে রেখেছেন কার্তিক। তিনে রাহুল দ্রাবিড়, চারে শচিন টেন্ডুলকার ও পাঁচে আছেন বিরাট কোহলি। এরপর দুজন স্পিন অলরাউন্ডার। সেখানে যুবরাজ সিংয়ের সঙ্গে ঠাঁই পেয়েছেন রবীন্দ্র জাদেজা।
এরপর ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও অনিল কুম্বলে।
দুই পেসার হিসেবে তিনি রেখেছেন জাসপ্রিট বুমরাহ ও জহির খানকে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন আরেক অফ স্পিনিং কিংবদন্তি হরভজন সিং।
কাকে কেন রেখেছেন সেই ব্যাখ্যা অবশ্য বিশদভাবে দেননি। কেবল বলেছেন, 'অনেক খেলোয়াড়কে রাখা যায়নি, যেমন গৌতম গম্ভীর।' ধোনি, গাঙ্গুলি বা কপিলের নাম নেননি কার্তিক।
দীনেশ কার্তিকের চোখে ভারতের সর্বকালের সেরা একাদশ: বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাসপ্রিট বুমরা ও জহির খান।
দ্বাদশ খেলোয়াড়: হরভজন সিং।
Comments