মেয়েদের বিশ্বকাপে বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় আমিরাত
অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন নিয়ে অনিশ্চয়তা দূর হয়নি। এদিকে ভারতও এই বিশ্বকাপ আয়োজন করতে চায় না বলে জানিয়ে দিয়েছে। এমন অবস্থায় বিকল্প ভেন্যু হিসেবে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের নাম।
যদিও বিশ্বকাপ আয়োজনের আশা ছেড়ে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছ, আইসিসি দুবাই ও আবুধাবিকে বিকল্প হিসেবে চিন্তায় রেখেছে। সেখানকার ভেন্যু ও যাবতীয় সুবিধা প্রস্তুত থাকায় বিশ্বকাপ আয়োজন কোন সমস্যা হবে না। আগামী ২০ অগাস্ট এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। এর আগে বাংলাদেশ পরিস্থিতির উপর কড়া নজর থাকবে তাদের।
এদিকে বৃহস্পতিবার বিসিবির এক কর্মকর্তা আইসিসির কাছে আরও কটা দিন সময় চাওয়ার কথা জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই ৫ দিন সময় দেওয়া হয়েছে। না হলে ১৫ অগাস্টেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতো।
ক্ষমতার পালাবদল কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশে চলছে চরম অস্থিরতা। ৫ অগাস্টের পর থেকে সহিংসতা, হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। সরকার পতন কেন্দ্র করে থানা ও পুলিশের উপর হামলায় পুলিশি ব্যবস্থা ধসে পড়েছে। বহু পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুলিশ বিভাগ কর্মবিরতি পালন করে কয়েকদিন। পুলিশ কাজে ফিরলেও বেশিরভাগ থানার অবকাঠামো এখনো বিধ্বস্ত।
নিরাপত্তা সংকটের মাঝে বিসিবির নির্বাচিত বোর্ডের সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়ন চরমে। সভাপতিসহব পরিচালকদের বেশিরভাগই আওয়ামী লীগ ঘনিষ্ঠ। তাদের সঙ্গে কাজ করতে চাইছে না বর্তমান সরকার। আবার বিসিবিতে সরকারি হস্তক্ষেপ করার নিয়মও নেই। এই অবস্থায় বিসিবি সভাপতি ও পরিচালকরা নিজে থেকে সরে যাওয়ার আভাস মিলছে। তারা একযুগে পদ ছাড়লে সম্পূর্ণ নতুন অন্তর্বর্তী বোর্ড তৈরি হবে। সেক্ষেত্রে বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হবে শঙ্কা।
আগামী ৩ থেকে ২০ অক্টোবর সিলেট ও ঢাকা মিলিয়ে হওয়ার কথা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তাতে এখন অনিশ্চয়তার মেঘ।
Comments