পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন জয়
পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে ফিফটি করেছিলেন মাহমুদুল হাসান জয়। একমাত্র তার ব্যাটেই দেখা যাচ্ছিল আশার ঝিলিক। তবে দুর্ভাগ্যজনকভাবে এই ওপেনারকে টেস্ট সিরিজে পাচ্ছে না বাংলাদেশ।
'এ' দলের হয়ে চারদিনের ম্যাচ খেলার সময়েই কুঁচকির চোটে পড়েছেন তিনি। তাতে শেষ হয়ে গেছে তার পুরো টেস্ট সিরিজ। এই চোট সারাতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন এই খবর। তিনি জানান, 'ফিল্ডিং করতে গিয়ে চোট পায় জয়। সেরে উঠতে সপ্তাহ তিনেক লাগতে পারে।'
জয়ের বদলে স্কোয়াডে কাকে নেওয়া হবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি নির্বাচকরা। দু'একদিনের মধ্যে তা নিশ্চিত করা হবে। স্কোয়াডে অবশ্য বাড়তি ওপেনার আছেন সাদমান ইসলাম। রাওয়ালপিন্ডিতে জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন তিনি।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে দলের চরম ব্যাটিং বিপর্যয়ে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন জয়। বাকিদের ব্যর্থতায় ডানহাতি এই ব্যাটারের মাঝে দেখা যাচ্ছিল ছন্দে থাকার আভাস। কুঁচকির চোটে দ্বিতীয় ইনিংসে তিনি আর ব্যাট করতে পারেননি।
২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট।
Comments