নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনো ধোঁয়াশা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখনো বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের আশায় আছেন। যদিও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।
Bangladesh women cricket Team
ছবি: বিসিবি

আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চলছে অনিশ্চয়তা। নিরাপত্তা ইস্যুতে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখনো বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের আশায় আছেন। যদিও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ বলেন, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা, 'নারী বিশ্বকাপের বিষয়টা এখনও প্রক্রিয়াধীন আছে। এই বিষয়ে আইসিসিসহ সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাব এবং সবাইকে জানাব।'

সূচি অনুসারে, আগামী ৩ থেকে ২০ অক্টোবর ঢাকায় ও সিলেটে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে অংশ নেওয়ার কথা বাংলাদেশসহ ১০টি দলের। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকার গঠনের বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও সেই নিষেধাজ্ঞা বহাল আছে। এখনো নিরাপত্তা নিয়ে সংশয় দূর হয়নি। ক্ষমতার পালাবদলের পর পুলিশের বেশ কিছু সদস্যের নিহতের ঘটনায় পুলিশ কর্মবিরতিতে চলে যায়। তারা কাজে ফিরলেও এখনো পূর্ণ মাত্রা পায়নি।

Asif Mahmud
অন্তর্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: স্টার

অতিথি দলগুলোর নিরাপত্তার ইস্যুটি উঠে এসেছে যুব ও ক্রীড়া উপদেষ্টার কথায়, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয় হচ্ছে, এটা আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে। আবার একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।'

নারী বিশ্বকাপ আয়োজনে সংশয় নিয়ে বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও আলোচনায় বসবন আসিফ, 'সব কিছু বিবেচনায় এটা তো (শুধু) ক্রীড়া মন্ত্রণালয়ে নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। (প্রধান উপদেষ্টা) ড. মুহাম্মদ ইউনুস স্যার আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা (জাহাঙ্গীর আলম চৌধুরী) নতুন নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।'

Comments

The Daily Star  | English

Dengue claimed at least 20 lives over last 12 days

The dengue outbreak is becoming deadlier as at least 5,200 people were hospitalised and 20 died of the mosquito-borne disease in the first 12 days of this month.

1h ago