অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ
অবশেষে চূড়ান্ত হয়ে গেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি। ২০২৫ সালে মালয়েশিয়াতে অনুষ্ঠিতব্য এই আসরে শুরু হবে ১৮ জানুয়ারি। আর ২ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এই আসর। বাংলাদেশ খেলবে শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে।
আজ রোববার টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের ড্র অনুষ্ঠিত হয়। ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে 'ডি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে স্কটল্যান্ড। এছাড়া এশিয়া অঞ্চল থেকে কোয়ালিফাই করা দলটি থাকছে এই গ্রুপে।
'এ' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে 'বি' গ্রুপে। গ্রুপ সিতে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া এবং আফ্রিকা অঞ্চল থেকে কোয়ালিফাই করা একটি দল।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে শুরু হয়েছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
গ্রুপ এ: ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া
গ্রুপ বি: ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ সি: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা কোয়ালিফায়ার, সামোয়া
গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, এশিয়া কোয়ালিফায়ার, স্কটল্যান্ড
Comments