দুই টেস্টই রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ

হঠাৎ করে বদলে গেলে পাকিস্তান সফরে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের ভেন্যু। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টেস্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচিতে। আজ রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে ম্যাচটি  রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করার বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিএসিবি)।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। এর আগে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২১ আগস্ট থেকে। এখন প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টেস্টও অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতেই।

করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে চলমান সংস্কার কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পিসিবি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য স্টেডিয়ামের সংস্কার চলছে। তবে প্রাথমিকভাবে, প্রথম টেস্টে দর্শক ছাড়াই আয়োজন করার পরিকল্পনা করেছিল পিসিবি। শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনই করে সংস্থাটি।

বিবৃতিতে পিসিবি লিখেছে, 'আমাদের নির্মাণ বিশেষজ্ঞদের দ্বারা স্টেডিয়ামটির প্রস্তুতির জন্য সময়রেখা বেঁধে দেওয়া হয়েছে। খেলার সময় নির্মাণ কাজ চলতে পারে, তবে শব্দ দূষণ ক্রিকেটারদের বিরক্ত করবে। উপরন্তু, নির্মাণ কাজের ধূলিকণা খেলোয়াড়, কর্মকর্তা, সম্প্রচারক এবং মিডিয়ার স্বাস্থ্য এবং সুস্থতার উপরও প্রভাব ফেলতে পারে।'

'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য ভেন্যুটি কার্যকরভাবে প্রস্তুত কিনা তা নিশ্চিত করার জন্য নির্মাণ অবশ্যই নিরবচ্ছিন্নভাবে চলতে হবে। সমস্ত স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করার পরে এবং অপারেশনাল এবং লজিস্টিক বিষয়গুলি পর্যালোচনা করার পর, উভয় টেস্টই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি,' বিবৃতে আরও বলে সংস্থাটি।

Comments

The Daily Star  | English

Iran says not seeking nuclear weapons but will assert 'legitimate rights'

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago