পাকিস্তানে প্রথম টেস্টে নেই জয়
প্রথমে শোনা গিয়েছিল পাকিস্তান সিরিজ থেকেই ছিটকে গেছেন ওপেনিং ব্যাটার মাহমুদুল হাসান জয়। তবে প্রথম টেস্টে না পাওয়া গেলেও দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে তার। কুঁচকির চোটের কারণে প্রথম টেস্ট মিস করবেন তিনি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের সফরে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো সেখানে কিছুটা ব্যতিক্রম ছিলেন জয়। চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে দলের একমাত্র ফিফটিটি এসেছিল তার ব্যাট থেকেই। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে পারেননি। তার ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা টাইগারদের জন্য।
তার চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, 'পাকিস্তান 'এ'র বিপক্ষে চারদিনের ম্যাচে বাংলাদেশ 'এ'র হয়ে খেলার সময় গত ১৪ আগস্ট জয় ডান কুঁচকিতে ব্যথা পেয়েছে। তার একটি এমআরআই করা হয়েছে এবং এরপর শারীরিক মূল্যায়ন করা হয়েছে এবং তখন থেকেই নিশ্চিত হয়েছে যে তার ডান কুঁচকিতে গ্রেড ১ অ্যাডক্টর স্ট্রেন রয়েছে।'
'সে তার পুনর্বাসন শুরু করেছে। এই ধরনের আঘাতগুলো থেকে সেরে উঠতে সাধারণত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না, তবে আমরা আশা করি ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে ফিট পাওয়া যাবে। আমরা প্রতিদিনের ভিত্তিতে তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে থাকব,' যোগ করেন বায়জেদুল।
তবে প্রথম টেস্টের জন্য আপাতত বিকল্প হিসেবে কাউকে নিচ্ছে না বাংলাদেশ। স্কোয়াডে বাড়তি ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম। রাওয়ালপিন্ডিতে জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন তিনি। আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট।
Comments