শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে, প্রত্যাশা হাথুরুসিংহের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে অনেক দিন উত্তাল ছিল বাংলাদেশ। আন্দোলন থামলেও তার রেশ রয়ে গেছে এখনও। ছাত্র-ছাত্রি হতে শুরু করে সাধারণ মানুষ নিহত হয়েছেন। অনেকে হয়েছেন গুরুতর আহত। কেউবা লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। তবে হতাহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে বলেও আশাবাদী তিনি।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাওয়ালপিণ্ডিতে রয়েছে বাংলাদেশ দল। আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে কোচ বললেন, '(বাংলাদেশের গণ আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছেন, তাদের পরিবারের জন্য আমার প্রার্থনা ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপূর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল।'
আন্দোলনের কারণে বর্তমানে অনেকটাই বদলে গেছে দেশের দৃশ্যপট। বিশেষ করে স্বজন হারানোর বেদনায় মুষড়ে পড়েছেন অনেকেই। সাধারণ মানুষও এর বাইরে নন। সবমিলিয়ে তাই পুরো দেশের মানুষের মধ্যেই এক ধরণের বিমর্ষতা কাজ করছে। তবে পাকিস্তানের বিপক্ষে ভালো ফলাফলে তাদের মন কিছুটা হলেও প্রফুল্ল করা সম্ভব বলে মনে করেন হাথুরুসিংহে।
টাইগাররা বাংলাদেশের মানুষের মন ভালো করে দিতে পারবেন কি-না জানতে চাইলে বলেন, 'অবশ্যই, শতভাগ। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে।'
এদিকে পুরো দেশের মতো পরিবর্তন আসতে যাচ্ছে বিসিবিতেও। সেক্ষেত্রে ছাঁটাই হতে পারেন হাথুরুও। তবে এ সব নিয়ে ভাবছেন না তিনি। চুক্তির মেয়াদ পর্যন্ত কাজ করার কথা ভাবছেন এই লঙ্কান, 'আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।'
Comments