শাকিল-রিজওয়ানের শতরানের জুটি, বাংলাদেশের হতাশার সেশন
দ্বিতীয় দিনের সকালের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ভালো হতে দিলেন পাকিস্তানের দুই ব্যাটার সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। এই দুজনের জুটিতে প্রতিরোধ গড়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল।
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের সকালের সেশন পুরোটাই নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এই সেশনে তারা তুলেছে ৯৬, হারায়নি কোন উইকেট। ৭০ ওভার শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ২৫৬। ৫ম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ১৪২ রান উঠিয়ে লাঞ্চ বিরতিতে গেছেন শাকিল ও রিজওয়ান। দুজনেই আছেন সেঞ্চুরির সামনে। সাউদ ১৬৯ বলে অপরাজিত ৮৬ রানে। তার পরে নেমে ১৩১ বলেই ৮৯ রানে পৌঁছে গেছেন রিজওয়ান।
সকালে নেমে আগের দিনের দুই সফল বোলার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে নিয়ে আক্রমণ চালান নাজমুল হোসেন শান্ত। এই দুজন লাইন লেন্থ মেনে ভালো বল করলেও ব্যাটারদের টলাতে পারেননি। নাহিদ রানা আক্রমণে আসতেই হাত খুলে মারতে থাকেন তারা। সুবিধা করতে পারেননি সাকিব আল হাসানও।
বল পুরনো যত হয়েছে তত বেশি আধিপত্য বিস্তার করেছেন পাকিস্তানি ব্যাটাররা। প্রথম ঘন্টার পর তাদের রান তোলার গতিও বাড়তে থাকে। রিজওয়ান চার-ছক্কায় দ্রুত রান এনেছেন একটা সময়। ম্যাচের এই অবস্থায় বেশ শক্ত অবস্থানে চলে গেছে পাকিস্তান। এখন বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার অবস্থাতে চলে গেছে তারা।
Comments