সৌদি প্রো লিগে যোগ দিচ্ছেন দিবালা!
এএস রোমার হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটালেও এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে ছিলেন না পাওলো দিবালা। নতুন মৌসুমে সিরি আ'র ক্লাবটিও ছাড়তে হচ্ছে তাকে। সৌদি প্রো লিগের ক্লাব আল-কাদসিয়াতে যোগ দিতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
স্কাই স্পোর্টস ইতালিয়ার সংবাদ অনুযায়ী, এরমধ্যেই আল-কাদসিয়াকে ইতিবাচক সাড়া দিয়েছেন দিবালা। বাৎসরিক ২০ মিলিয়ন ইউরো বেতনে ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। প্রাথমিক চুক্তি তিন বছরের জন্য। সৌদির ক্লাবটি থেকে বোনাস ও অন্যান্য ভাতা সহ সবমিলিয়ে তিন বছরে ৭৫ মিলিয়ন ইউরো পাবেন এই আর্জেন্টাইন।
সংবাদ অনুযায়ী, এরমধ্যেই সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়েছেন দিবালা। ত্রিগোরিয়ায় বুধবার দলের সঙ্গে শেষ অনুশীলন সেশনে বিদায় উপলক্ষে সতীর্থরা তাকে কিছু উপহারও দিয়েছেন। জানা গেছে এর আগে আল-কাদসিয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও রোমার আর্থিক দুরবস্থার জন্য বাধ্য দল ছাড়তে হচ্ছে তাকে।
রোমার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি ছিল দিবালার। জানা গেছে বর্তমানে রোমার সঙ্গে আলোচনা করছে সৌদির ক্লাব কর্তৃপক্ষ। এদিকে ফরাসি সংবাদমাধ্যম ফুটমার্কেতোর সংবাদ অনুযায়ী, ৩ থেকে ৪ মিলিয়ন ইউরোর বিনিময়েই দিবালাকে ছেড়ে দিতে হচ্ছে রোমাকে।
ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেওয়া সময় দিবালার রিলিজ ক্লজ ছিল ১২ মিলিয়ন ইউরো। ধারণা করা হচ্ছিল এই মূল্যেই তাকে বিক্রি করবে ক্লাবটি। তবে জানা গেছে দিবালার রিলিজ ক্লজের মেয়াদ ফুঁড়িয়ে গেছে গত মৌসুম শেষেই। এজেন্টের কমিশনের কারণে ৪ মিলিয়ন ইউরো খরচ করতে হবে সৌদির ক্লাবটিকে।
Comments