সব ধরণের ক্রিকেট ছেড়ে দিলেন ধাওয়ান
আন্তর্জাতিক ক্রিকেট থেমে গিয়েছিল দুই বছর আগেই, ফেরার সম্ভাবনাও আর ছিলো না। এবার শিখর ধাওয়ান জানিয়ে দিলেন তাকে পাওয়া যাবে না ঘরোয়া ক্রিকেটেও। সব ধরণের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন ১৩ বছর ভারতের হয়ে খেলা বাঁহাতি ওপেনার।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পেশাদার ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন ধাওয়ান। ফলে আসছে আইপিএলেও দেখা যাবে না অন্যতম সফল ওপেনারকে। ভারতের হয়ে ৩৪ টেস্ট, ১৬৭ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে সব মিলিয়ে ১০ হাজার ৬৮৭ রান করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধাওয়ান লেখেন, 'জীবনের পালাবদলে নতুন পাতা উল্টাচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ভারতের হয়ে আর খেলতে না পারায় দুঃখিত না, ভারতের হয়ে এতদিন খেলেছি বলে আনন্দিত আমি।'
৩৮ পেরুনো ধাওয়ানের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে থাকল বাংলাদেশের নাম। ২০২২ সালে চট্টগ্রামে এই ম্যাচটির পর আর খেলা হয়নি তার। চলতি বছর আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন তিনি। এপ্রিলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেন শেষ ম্যাচ।
২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান করে আলোয় আসেন ধাওয়ান। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খেললেন ২০২২ পর্যন্ত। ভারতের তারকা ব্যাটিং লাইনআপে অনেকটা আড়ালের নায়ক হয়েই ছিলেন তিনি।
Comments