ডাবল সেঞ্চুরি করতে পারলেন না মুশফিক
ভাগ্যটা সঙ্গেই পাচ্ছিলেন মুশফিকুর রহিম। রিভিউ নিয়ে বেঁচেছেন। বেঁচে গিয়েছিলেন ক্যাচ তুলেও। কিন্তু নার্ভাস নাইন্টিজে এসে আর পাননি। নয় রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি করতে পারলেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। আউট হয়েছেন ১৯১ রানে।
শনিবার রাওয়ালপিন্ডি দিনের শুরুতে কিছুটা নড়বড়ে ছিলেন মুশফিক। দলীয় ৫৯ রানেই মোহাম্মদ আলীর জোরালো আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বাঁচেন তিনি। রিপ্লেতে দেখা যায় স্টাম্প মিস করছে বল। এর কিছুক্ষণ পর হারান লিটন দাসের সঙ্গ। যার সঙ্গে শতরানের জুটি গড়েন এই ব্যাটার।
এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলের হাল ধরেন মুশফিক। সপ্তম উইকেটে রেকর্ড জুটি গড়ার পথে তুলে নেন নিজের একাদশ সেঞ্চুরি। ২০০ বলে স্পর্শ করা এই ব্যাটার থেমে যাননি। দারুণ সব শটে এগিয়ে যেতে থাকেন কাঙ্ক্ষিত দ্বিশতকের দিকে।
মাঝে নিজের রান যখন ১৫০ তখন সালমান আলী আগার বলে লেগ স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে বাবর আজমের ব্যর্থতায় বেঁচে যান। তবে ব্যক্তিগত ১৯১ রানে অনেকটা লিটন দাসের আউটের আদলে মোহাম্মদ আলীর এক্সট্রা বাউন্সে কাভার ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ৩৪১ বলে ২২টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস।
একই সঙ্গে ভাঙে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৯৬ রানের রেকর্ড জুটি। সপ্তম উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে ২০১০ সালে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান হেমিল্টনে সপ্তম উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে গড়েছিলেন ১৪৫ রানের জুটি।
Comments