বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে শুবমান!

এছাড়া অলিখিত নির্বাসন শেষ হতে পারে ঈশান কিসানের

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শুবমান গিলকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কাজের চাপ ব্যবস্থাপনা নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি। এছাড়া অলিখিত নির্বাসন থেকে ফেরার সম্ভাবনা রয়েছে উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিসানের।

রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়ালের সঙ্গে দলের টপ অর্ডারের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় শুবমান। খেলেন তিন সংস্করণই। বর্তমান টেস্ট দলে তিন নম্বরে ব্যাটিং করে থাকেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি ১০টি ম্যাচে তাকে সুস্থ পেতেই শুবমানকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে শুবমানকে। তার সঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিশ্রাম পেতে পারেন। পিটিআইকে দেওয়া বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, 'বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে শুবমান গিলকে বিশ্রাম দেওয়া হবে। যদি ম্যাচের তালিকা দেখেন, তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলা হবে ৭, ১০ এবং ১৩ অক্টোবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর থেকে। মাত্র তিন দিনের ব্যবধানে শুবমানকে বিশ্রাম দেওয়া জরুরি।'

বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলে সূর্যকুমার যাদবের ডেপুটি শুবমান। এখন পর্যন্ত খেলেছেন ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তাতেই তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি। এই রান প্রায় ১৪০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তাই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ঠাঁসা সূচির কারণেই এমন সিদ্ধান্ত।

এদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার গুরুত্বপূর্ণ খেলোয়াড় অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। কাজের চাপের জন্য রিশাভ পান্তের বিশ্রাম নিয়েও আলোচনা হচ্ছে। যদি শেষ পর্যন্ত তাকে বিশ্রামে রাখা হলে প্রায় ৯ মাস পর জাতীয় দলে ফিরতে পারেন ঈশান। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৪ আইপিএল শুরুর আগে বাদ পড়েছিলেন কেন্দ্রীয় চুক্তি থেকেও।

উল্লেখ্য, ভারতের নতুন মৌসুমের সূচি শুরু হচ্ছে বাংলাদেশ সিরিজ দিয়ে। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে অনুষ্ঠিত হবে। আর টি-টোয়েন্টি সিরিজ ৭ , ১০ এবং ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি এবং হায়দরাবাদে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

8h ago