টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার এখন লিভিংস্টোন

বুধবার ছেলেদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে সুখবর পেলেন ইংলিশ অলরাউন্ডার।
Liam livingstone

জায়গাটি এক সময় ছিল বাংলাদেশের সাকিব আল হাসানের দখল। বেশ কিছুদিন ধরেই অবশ্য তিনি শীর্ষস্থান হারিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসও জায়গা হারিয়েছেন। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।

বুধবার ছেলেদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে সুখবর পেলেন ইংলিশ অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ১৬ রানে ২ উইকেটের সঙ্গে ৪৭ বলে ৮৭ করেন লিভিংস্টোন। তাতেই লাফ দিয়েছেন তিনি। এর আগে প্রথম ম্যাচে ২২ রানে ৩ উইকেটের সঙ্গে করেন ২৭ বলে ৩৭।

দুই ম্যাচের ঝলকে ৭ ধাপ এগিয়ে এক নম্বরে উঠে গেলেন স্পিন অলরাউন্ডার।

তাকে একে জায়গা দিয়ে দুইয়ে মার্কাস স্টয়নিস। তিনে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। সাকিব আছেন চারে। পাঁচে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙা।

ব্যাটারদের শীর্ষ দশে বদল এসেছে একটা। অস্ট্রেলিয়ার জস ইংলিস ১৩ ধাপ এগিয়ে দশে এসেছেন। তাকে জায়গা দিয়ে এক ধাপ নিচে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কাম।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ছয় থেকে সাতে উঠেছেন। ছয় থেকে সাতে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার আনরিক নরকিয়া। এদিকে খেলা না থাকলেও শ্রীলঙ্কার মাহেশ থিকসেনা দশ থেকে নয়ে উঠেছেন। দশে নেমে গেছেন অজি পেসার জশ হ্যাজেলউড।

 

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago