ভেজা আউটফিল্ডের কারণে বিলম্বিত টস
সকাল থেকেই কানপুরের আকাশ মেঘলা। আগের দিন কয়েক দফা বৃষ্টিও হয়েছে। তাই কিছুটা ভেজা রয়েছে আউটফিল্ড। তাই নির্ধারিত সময়ে হয়নি টস। ফলে সকাল ১০টায় ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। তবে মাঠ খেলার উপযোগী করছেন মাঠকর্মীরা।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী খেলার প্রথমার্ধে বৃষ্টি হতে পারে। আগের রাতেও বৃষ্টি হয়েছিল। তবে ভালো খবর হলো কভারগুলো এরমধ্যেই সরানো হয়েছে। আর কভার মাঠের প্রায় পুরো অংশ জুড়ে থাকায় আউটফিল্ডও বেশ সুরক্ষিত। নতুন করে বৃষ্টি না শীগগিরই মাঠে গড়াবে ম্যাচ। সকাল ১০টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।
চেন্নাই টেস্টে বড় হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে জয় না পেলে সিরিজ খোয়াতে হবে টাইগারদের। এদিকে কানপুর টেস্টই হয়তো ক্যারিয়ারের শেষ টেস্ট হতে যাচ্ছে অভিজ্ঞ সাকিব আল হাসানের। সবমিলিয়ে বেশ প্রতিকূলতার মধ্যেই রয়েছে বাংলাদেশ দল।
Comments