টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
আগের রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ছিল কিছুটা ভেজা। যে কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হচ্ছে খেলা। তার উপর অন্যান্য সময়ের তুলনায় কানপুরের উইকেটে রয়েছে সামান্য কিছু ঘাসও। তাই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
শুক্রবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামছে বাংলাদেশ। আগের রাতের বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় এক ঘণ্টা পিছিয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় দলভুক্ত হয়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। অন্যদিকে একই একাদশ নিয়ে খেলতে নেমেছে ভারত।
এদিকে, টস জিতলে ব্যাটিং নিতেন এমনটাই বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচ রিপোর্টে কানপুরের এই উইকেটে শুরুতে ব্যাটিং করা কিছুটা সহজ হবে বলেও জানিয়েছেন মুরালি কার্তিক। তবে শুরুতে পেসারদের সামলানোই হবে কঠিন চ্যালেঞ্জ।
চেন্নাই টেস্টে বড় হারে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। তার উপর কানপুরেই হয়তো লাল বলে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামছেন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে ভালো কিছু দিয়ে বিদায় দিতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা, যশভি জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দিপ ও মোহাম্মদ সিরাজ।
Comments