রুট-ব্রুকের বিশ্ব রেকর্ডের পর দিশেহারা পাকিস্তান

মুলতানের ব্যাটিং স্বর্গে পাকিস্তানি বোলারদের নিয়ে ছেলেখেলায় মেতে উঠে দিনের বেশিরভাগ সময় পার করলেন হ্যারি ব্রুক, জো রুট। চতুর্থ উইকেটে সাড়ে চারশো ছাড়ানো জুটিতে গড়লেন বিশ্ব রেকর্ড। আড়াইশ পেরিয়ে রুট থামলেও আগ্রাসী ট্রিপল সেঞ্চুরি করলেন ব্রুক। আটশত রানের পাহাড় ছাড়িয়ে ইনিংস ঘোষণা করল ইংল্যান্ড। এরপর পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দিতে থাকলেন গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সরা।
বৃহস্পতিবার মুলতান টেস্টের চতুর্থ দিন শেষে পরিষ্কার চালকের আসনে ইংল্যান্ড। ২৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৪২ রান তুলেছে তারা। শেষ ৪ উইকেট নিয়ে ইনিংস হার এড়াতেই শান মাসুদের দলের দরকার আরও ১১৫ রান।
পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ৭ উইকেটে ৮২৩ তুলে ইনিংস ছেড়ে দেয় ইংল্যান্ড। ৩২২ বলে ৩১৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ব্রুক। ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার ম্যাচে ক্যারিয়ার সেরা ২৬২ রান করে রুট। চতুর্থ উইকেট জুটিতে এই দুজন মিলে তুলেন ৪৫৪ রান। যা চতুর্থ উইকেট জুটির বিশ্ব রেকর্ড।
রুট-ব্রুকরা যেখানে রান বন্যায় পিষ্ট করলেন বোলারদের সেই পিচে নেমে দ্বিতীয় ইনিংসে দিশা পেল না পাকিস্তানের টপ অর্ডার। ইনিংসের প্রথম বলেই আব্দুল্লাহ শফিকের উইকেট হারিয়ে শুরু। এরপর শান মাসুদ, বাবর আজম সাঈম আইয়ুবরা ফিরে গেলে ৪১ রানে স্বাগতিকরা হারায় ৪ উইকেট। সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান মিলে প্রতিরোধের চেষ্টা চালান। তবে থিতু হয়ে তারাও কাবু। রিজওয়ানকে বোল্ড করে ৫৯ রানে পঞ্চম উইকেট ফেলেন অভিষিক্ত পেসার কার্স। সাবলীল গতিতে রান বাড়াতে থাকা সাউদ শাকিল শিকার হন বাঁহাতি স্পিনার জ্যাক লিচের। আগা সালমান-আমের জামাল প্রতিরোধ গড়ে দিনের বাকিটা সময় পার করেছেন। দুজনের জুটিতে এসেছে ৭০ রান। সালমান ৪১ ও জামাল ২৭ রান নিয়ে খেলছেন।
সকালে ৩ উইকেটে ৪৯২ রান নিয়ে নেমে দ্রুত রান বাড়াতে থাকেন রুট-ব্রুক। আগের দিনই জুটি দুইশো ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন তারা। এদিন এগুতে থাকেন আরও চূড়ার দিকে। তাদেরকে থামানোর কোন পথ খুঁজে পাচ্ছিল না পাকিস্তান। এক পর্যায়ে শরীরী ভাষা নেতিয়ে পড়ে পাকিস্তানিদের। চড়াও হয়ে সহজেই আরও রান আনতে থাকে ইংলিশরা। লাঞ্চের পর আড়াইশো ছাড়িয়ে থামেন রুট। ব্রুক নিজস্ব ঢঙে চালিয়ে পরে তুলে নেন প্রথম ট্রিপল সেঞ্চুরি।
১৫০ ওভার বোলিং করে প্রায় সাড়ে পাঁচ করে রান দেয় পাকিস্তানের বোলাররা। তাদের শারীরিক ক্লান্তির সঙ্গে যোগ হয় মানসিক অবসাদ। পরে ব্যাট করতে নেমে সেই আঁচই পড়েছে।
Comments