টেস্টের মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আবরার

মুলতান টেস্টে এমনিতেই বিপাকে পাকিস্তান, তাদের দুর্দশা আরও বেড়েছে লেগ স্পিনার আবরার আহমেদের অসুস্থতায়। তীব্র জ্বর ও শরীরের ব্যথায় বৃহস্পতিবার চতুর্থ দিনে মাঠেই নামা হয়নি তার। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুলতান টেস্টে তৃতীয় দিনে ৩১ ওভার বল করেন আবরার। সব মিলিয়ে ৩৫ ওভার বল করে ১৭৪ রান দিয়ে তিনি ছিলেন উইকেটশূন্য। বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ অনুভব করতে থাকেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পিসিবি জানিয়েছে, বেশ কয়েকটি পরীক্ষা করা হচ্ছে তার শরীরে। পরীক্ষার ফল দেখে বোঝা যাবে কি সমস্যা আবরারের।
পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রানের পাহাড় গড়ে ইনিংস ছেড়েছে ইংল্যান্ড। ২৬৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে গেলে পাকিস্তান। পরে আমের জামাল-আগা সালমান মিলে ৭০ রানের জুটিতে গড়েন প্রতিরোধ।
ইনিংস হার এড়াতে এখানো ১১৫ রান দরকার স্বাগতিকদের। পঞ্চম দিনে যদি আবরার সুস্থ না হন তাহলে আর ৩ উইকেট ফেলতে পারলেই ম্যাচ জিতে যাবে ইংল্যান্ড।
Comments