টেস্ট দল থেকে বাদ পড়লেন বাবর

সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের। যে কারণে তীব্র সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে বিব্রতকর হারের পর তো মাত্রা আরও বেড়েছে। এমনকি দল থেকেও বাদও পড়লেন সাবেক এই অধিনায়ক।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর ছাড়াও এই স্কোয়াডে নেই নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও সরফরাজ আহমেদ। নেই ডেঙ্গু জ্বরে ভোগা স্পিনার আবরার আহমেদ। বাদ পড়েছেন নোমান আলী ও জাহিদ মেহমুদও।

তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার হাসিবউল্লাহ, বাঁহাতি স্পিনার মেহরান মুমতাজ, অলরাউন্ডার কামরান গুলাম, ফাস্ট বোলার মোহাম্মদ আলী ও অফ স্পিনার সাজিদ খান। এরমধ্যে হাসিব, মেহরান ও কামরানের এখনো অভিষেক হয়নি।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ইতিহাসে তারাই কেবল ইনিংস ব্যবধানে হেরেছে। এর আগে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে উল্টো মুখ থুবড়ে পড়ে তারা।

ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়ার পরপরই ধারনা করা হচ্ছিল পরিবর্তন আসবে পাকিস্তান দলে। দ্বিতীয় টেস্ট থেকে বাবরকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে আলিম দার, আকিব জাভেদ ও আজহার আলীর সমন্বয়ে গঠিত নতুন নির্বাচক কমিটি।

শুক্রবার প্রথম টেস্ট হারার কয়েক ঘণ্টার মধ্যে লাহোরে আলোচনায় বসেছিলেন নির্বাচক কমিটির সদস্যরা। পরদিন পিসিবি প্রধান মহসিন নাকভি এবং দলের পাঁচ মেন্টরসহ আরও একবার আলোচনায় বসেছিল নির্বাচক কমিটি।  নির্বাচক প্যানেলের অংশ এই বৈঠকে ছিলেন না অধিনায়ক শান মাসুদ ও কোচ জেসন গিলেস্পি।

২০২২ সালের ডিসেম্বর থেকে কোনো টেস্ট কোনো হাফ সেঞ্চুরি নেই বাবরের। ২০২৩ সাল থেকে গত টেস্ট পর্যন্ত নয়টি টেস্টে বাবরের গড় ২১-এর নিচে। ইংল্যান্ডের বিপক্ষে ফ্ল্যাট উইকেটে দুই ইনিংসে করেন মাত্র ৩৫ রান। জানা গেছে দল থেকে বাদ পড়লে আসন্ন কায়েদ-ই-আজম ট্রফিতে দেখা যেতে পারে ২০১৯ সাল থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট না খেলা বাবর।

দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য পাকিস্তান স্কোয়াড 

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবউল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা ও জাহিদ মেহমুদ।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

7h ago