৩৬ বছর পর ভারতে টেস্ট জিতল নিউজিল্যান্ড

জয়ের স্বপ্নটা শুরুতেই দেখিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের বোলাররা। মাত্র ৪৬ রানে ঘরের মাঠে ভারতকে আটকে দেন তারা। এরপর লড়াই হয় সমান তালেই। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে কিউইরা। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে টেস্ট জিতে নিল দলটি।
রোববার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের দেওয়া ১০৭ রানের লক্ষ্য ২৭.৪ ওভারে করে টম ল্যাথামের দল। এর আগে ১৯৮৮ সালে ভারতে সবশেষ টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। এরপর কয়েকবার ড্র করলেও এতদিন পর এসে জয়ের দেখা পায় তারা।
তবে লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই খালি হাতে ফিরে গিয়েছিলেন অধিনায়ক ল্যাথাম। দলীয় ৩৫ রানে বিদায় নিয়েছিলেন আরেক ওপেনার ড্যাভন কনওয়েও। দুটি শিকারই করেন জাসপ্রিত বুমরাহ। এরপর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রকে নিয়ে বাকি কাজ শেষ করেন উইল ইয়ং। অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।
৭৬ বলে ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ইয়ং। ৭টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস। রবীন্দ্র করেন ৩৯ রান। ৪৬ বলে ৬টি চারের সাহায্যে এই রান করেন তিনি। কনওয়ের ব্যাট থেকে আসে ১৭ রান।
অথচ টেস্টের প্রথম দিনের পুরোটাই গিয়েছিল বৃষ্টির পেটে। দ্বিতীয় দিনে টস জিতে নেয় ভারতই। কিন্তু পিচ বুঝতে ভুল করে ব্যাটিং নেয় দলটি। শুরু থেকেই বিপর্যয়ে পরে মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েই হার দেখতে থাকে তারা। তবে দ্বিতীয় ইনিংসে সরফরাজ খান ও রিশাভ পান্তের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল দলটি। কিন্তু ৫৪ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে পথ হারায় স্বাগতিকরা।
Comments