৭ উইকেট তুলে দারুণ সেশন বাংলাদেশের

বোলারদের দৃঢ়তায় দুর্দান্ত একটি সেশন কাটালো বাংলাদেশ। যার নেতৃত্ব দিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। আগের দিনই ওপেনিং জুটি ভাঙা এই পেসার এদিনের প্রথম সেশনে তুলে নিয়েছেন আরও তিন উইকেট। তাকে দারুণ সহায়তা করেছেন দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদও। সাফল্য পেয়েছেন তাইজুল ইসলামও। তাতে এক সেশনে সাত উইকেট তুলে ক্যারিবিয়ানদের বেশ চাপে ফেলে দিয়েছেন টাইগাররা।

সোমবার জ্যামাইকার সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ১৩৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ৬৫ রান তুলতেই ৭ উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

আগের দিনের এক উইকেটে ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও কেসি কার্টি। এদিনও দৃঢ়তার সঙ্গেই শুরু করে দিনের তৃতীয় ওভারেই পঞ্চাশ রানের জুটি পূর্ণ করেন তারা। তবে এ জুটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ভাঙেন নাহিদ রানা। ফেরান ব্র‍্যাথওয়েটকে। তার বাউন্সার ব‍্যাকফুটে খেলতে গিয়ে ব‍্যাটের শোল্ডারে লেগে ক‍্যাচ যায় গালিতে থাকা বদলি ফিল্ডার জাকির হাসানের হাতে। তাতে ভাঙে ৬০ রানের জুটি। ১২৯ বলে তিনটি চারে ৩৯ রান করেন ক্যারিবিয়ান অধিনায়ক।

পরের ওভারে কাভেম হজকে ফেরান নাহিদ। তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন। তবে ফিরতে পারতেন এক বল আগেই। পুল করতে গিয়ে আকাশে তুলে দিয়েছিলেন। দৌড়ে এসে সেই ক‍্যাচ লুফে নিতে পারেননি তাসকিন আহমেদ। তবে সে জীবন কাজে লাগাতে পারেননি। ১২ বলে ৩ রান করেন হজ। এরপর ক্যারিবিয়ান শিবিরে তোপ দাগান তাসকিন। প্রথম টেস্টে বাংলাদেশকে ভোগান্তিতে ফেলা আলিক আথানেজকে ফিরিয়ে স্বস্তি এনে দেন তিনি। অসাধারণ এক ডেলিভারিতে আথানেজকে বোল্ড করে দেন এই পেসার। ৯ বলে ২ রান করেন আথানেজ।

তাইজুল ইসলামও পান সাফল্য। ফেরান জাস্টিন গ্রেভসকে। তাইজুলের আগের বলটি টার্ন করায় এবারও এমন কিছু হবে ভেবেছিলেন। তবে বল সোজা গিয়ে আঘাত হানে স্টাম্পে। ৯ বলে ২ রান করে ফেরেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান। আর উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। তার অফ স্টাম্পের বাইরে পরে ভেতরে ঢোকা ডেলিভারিতে ব্যাটার লাইন মিস করলে প্যাডে লাগলে আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন সিলভা। তবে আম্পায়ার্স কলে ফিরতে হয় তাকে। ৯ বলে ৫ রান করেন তিনি।

তবে এক প্রান্ত ঠিকই আগলে রাখেন কেসি কার্টি। ধৈর্যশীল ইনিংসে এগিয়ে যাচ্ছিলেন। তবে সফল রিভিউতে তাকে ফেরায় বাংলাদেশ। হাসান মাহমুদের লেগ স্টাম্পে রাখা বলে ফ্লিক করতে চেয়েছিলেন কার্টি। ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটনের গ্লাভসে। আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখে যায় কিপারের গ্লাভসে যাওয়ার আগে ব্যাটের কানায় লাগে বল। ১১৫ বলে একটি চারের সাহায্যে ৪০ রান করেন কার্টি।

এরপর আলজারি জোসেফকে ফিরিয়ে নিজের চতুর্থ শিকার ধরেন নাহিদ। দারুণ এক স্লোয়ারে তাকে ছাঁটাই করেন তিনি। তার মন্থর গতির ফুলটস আগেভাগেই শট খেললে মিড অফে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিণত হন আলজারি। ১০ বলে একটি চারের সাহায্যে ৭ রান করেন এই ব্যাটার। এরপর প্রথম সেশনের বাকি সময় শামার জোসেফকে নিয়ে শেষ করেন কেমার রোচ। অবিচ্ছিন্ন ১২ রানের জুটি গড়েন তারা। রোচ ৬ ও শামার ৫ রানে ব্যাটিং করছেন।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

5h ago