নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

India Under 19

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সুপার ফোরের পর ভারতের কাছে ফাইনালেও পাত্তা পেল না বাংলাদেশ। ভারতকে বড় রান করতে না দিলেও নিজেরা রান তাড়ায় গুটিয়ে গেল একশো রানের বেশ আগেই। ছেলদের যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও মেয়েরা হয়েছে ব্যর্থ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশকে ৪২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে ভারত। রান তাড়ার চ্যালেঞ্জে ইয়াং টাইগ্রেসরা থেমে যায় মাত্র ৭৬ রানে।

এদিন আগে ব্যাট করা ভারতকে একশো ছাড়ানো পুঁজি এনে দিতে জি তৃষা। ৪৭ বলে ৫ চার, ২ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন ৩১ রানে পান ৪ উইকেট।

রান তাড়ায় বাংলাদেশের কেবল দুজন ব্যাটার স্পর্শ করতে পারেন দুই অঙ্ক। ওপেনার ফাহমিদা ছয়া ২৪ বলে করেন ১৮, কিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস ৩০ বলে করেন ২২ রান। এর বাইরে আর কেউই পাননি দুই অঙ্কের রান। ভারতের আয়ুশা শুক্লা ১৭ রানে পান ৩ উইকেট।

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

43m ago