বোর্ডার-গাভাস্কার সিরিজে দায়িত্ব পালন করবেন সৈকত

তিন ম্যাচ শেষে বোর্ডার-গাভাস্কার সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। সিরিজ নির্ধারণে শেষ দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার শফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আগামীকাল মেলবোর্নে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্টে টিভি আম্পায়ার হিসেবে কাজ করবেন সৈকত। আর সিডনিতে ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া পঞ্চম ও শেষ টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে কাজ করবেন বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেল আম্পায়ার।

সাবেক প্রথম-শ্রেণীর ক্রিকেটার সৈকত, বছরের পর বছর কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত হন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। সেই বিশ্বকাপে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি আম্পায়ার ছিলেন তিনি। পরবর্তীতে তিনি ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি অনেক হাই-প্রোফাইল ম্যাচে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ডারবানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সৈকত। গত অক্টোবরে পাকিস্তান–ইংল্যান্ড টেস্ট সিরিজের দুই ম্যাচে ফিল্ড আম্পায়ার ও এক ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন তিনি। জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দায়িত্ব পালন করেছেন।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago